ধন্যবাদ খোদাকে
————–
বন্ধু একটি বই উপহার দিয়েছিল
তার জন্যে তাকে ধন্যবাদ দিলাম
স্ত্রীর ভাল রান্নার জন্যে স্ত্রীকে বারবার
ধন্যবাদ দিই
জীবনে চলার পথে কেউ কিছু দিলে
অমনি একটি ধন্যবাদ ছুড়ে দিই
আচ্ছা এমন কেউ কি আছে
যার যথাযোগ্য প্রশংসা করা হয়নি?
যার দানের মূল্যায়ন করা হয়নি?
যাকে যথার্থ ধন্যবাদ দেওয়া হয়নি?
হে তিনি খোদা, উপর থেকে তিনি
আমাকে ও অন্যদের দেখছেন
আজ ভাল করে খেয়েছি, পথ চলেছি
সুন্দর নিশ্বাস নিয়েছি, ভাল করে গত রাতে
ঘুমিয়েছি, জীবন পেয়েছি, বেঁচে আছি
চোখ দিয়ে দেখেছি, কান দিয়ে শুনেছি
কত বিপদ থেকে বেঁচেছি, সুস্থ ভাবে বেঁচে আছি
যারা খোদাকে বিশ্বাস করে না তাদের কথা আলাদা
তবে যারা আমার মত খোদাকে বিশ্বাস করে
খোদার প্রতিটি দানের জন্যে একটি করে ধন্যবাদ
দিতে হবে
তাহলে ধন্যবাদ ধন্যবাদ বলতে বলতে গলা
শুকিয়ে যাবে ,ধন্যবাদ ফুরাবে না
তবুও বলব খোদা তোমাকে ধন্যবাদ
তোমার প্রতিটি দানের জন্য
খোদা তোমাকে ধন্যবাদ।
loading...
loading...
‘তবুও বলব খোদা তোমাকে ধন্যবাদ
তোমার প্রতিটি দানের জন্য
খোদা তোমাকে ধন্যবাদ।’
loading...
কাজের মাধ্যমে খোদাকে ধন্যবাদ জানানো উচিত।
loading...