বর্ষা বিলাস
হঠাৎ রাতের আঁধারে আর্তনাদ এসে
জমাট বেঁধে রইল আমার হাতের মুঠোয়,
অন্তহীন জলরেখায় এক জ্বলন্ত মোমের মতো
মানুষের মুখোশ চারপাশে ঘিরে থাকে
কালো ছায়া অপচ্ছায়ার বীভৎস মুখ।
পড়ে রইল কিছু শব্দ, কিছু না বলা কবিতা
একরাশ ঘৃণা, আর এক আকাশ অভিমান।
আর জমাট বাঁধা কান্না চিহ্নিত করে গেলাম
আমার পথ, এই উদ্ভ্রান্ত বর্ষায়।
গাছপালা উপড়ে দিলেই বন্ধ্যা মাটি, আর
গোলাপের কাঁটা, আগুনে ভরে যায় হাত,
চোখে নেচে ওঠে সমুদ্রের নোনা ঢেউ।
ভেসে ওঠে নিষ্ঠুর গাংচিলের মাছ শিকার।
কাল রাতেই মিশিয়ে ফেললাম নিজেকে
বর্ষার বৃষ্টির সাথে, চোখের জলের সাথে,
বৃষ্টির ফোঁটার বন্ধুত্ব আমরণ। মিশিয়ে নিলাম
ফুল,পাতা আর একফালি পাথরের সাথে।
মাঝে মাঝেই নেচে ওঠে স্বপ্ন ছুরির ফলায়,
বুকের ভেতরে উথাল পাথাল ঢেউ, আর,
জ্যোৎস্না ঝড়ের মুকুট পড়ে দাঁড়িয়ে রয়েছি
সেই প্রাচীন পাহাড়ের চুড়োয়; একা আমি।
প্রতিদিন যে নিজের বুকে আঁকে ক্রুশ চিহ্ন।
পড়ে রইল কিছু শব্দ, কিছু না বলা কবিতা
একরাশ ঘৃণা, আর এক আকাশ অভিমান।
আর জমাট বাঁধা কান্না চিহ্নিত করে গেলাম
আমার পথ, এই উদ্ভ্রান্ত বর্ষায়।
আমাদের এই পথ উদভ্রান্ত বরষায়। চমৎকার লিখেছেন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
loading...
শুভ সকাল বন্ধু … শুভেচ্ছা অফুরান
loading...
দারুণ। চমৎকার হয়েছে।
loading...
ধন্যবাদ .. শুভসকাল
loading...
চমৎকার কবি রিয়া রিয়া। শুভ সকাল।
loading...
ধন্যবাদ কবি সুমন দা।
loading...
পড়ে রইল কিছু শব্দ, কিছু না বলা কবিতা
একরাশ ঘৃণা, আর এক আকাশ অভিমান।
সুন্দর কবিতা উপহার কবি রিয়া রিয়া।
loading...
শুভেচ্ছা কবি তুবা দি।
loading...
অভিনন্দন কবি রিয়া আপু।
loading...
ধন্যবাদ সাজিয়া আফরিন দিদি ভাই।
loading...
শুভকামনা কবি রিয়া রিয়া।
loading...
স্বাগতম এবং ধন্যবাদ আবু সাঈদ আহমেদ দা।
loading...
সুন্দর লিখেছেন প্রিয়কবি বোন আমার!
কাব্যশৈলীতে মুগ্ধ ও অভিভূত হলাম।
শব্দপ্রয়োগ ও ভাষার ব্যবহার সাবলীল।
কবিতার বিষয়বস্তু সুন্দর ও অসাধারণ।
কবিতাটি পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
সাথেই থাকবেন এটা প্রত্যাশা রাখি।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
জয়গুরু!
loading...
একই প্রত্যাশ প্রিয় কবি দা। সাথে থাকবেন।
loading...
হু মাঝে এরকম বর্ষা বিলাস ঝরা ভাল কবি দিদি
অনেক শুভেচ্ছা নিবেন—————
loading...
শুভেচ্ছা প্রিয় কবিবাবু।
loading...
শুভকামনা রইলো প্রিয় কবি রিয়া দি, জীবনের একাকিত্ব , দুঃখ কষ্ট যদি এই কবিতার মতো কর বৃষ্টির সাথে মিশিয়ে দেওয়া যেতো।
loading...
শুভ কামনা কবি আদেল পারভেজ।
loading...
বাহ্ সুন্দর প্রকাশ………..
loading...
ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় কবি দি।
loading...