অহংকার

অহংকার

বন্ধুর হাত তুমিই দিয়েছো আমাকে
দিয়েছি তাই উজাড় করে;
পাও শুধু খুঁজে তোমার সে দু’টি চোখে
অগ্নি যেন এ হৃদয় জুড়ে।

বহু পথ পেড়িয়ে এলাম কাছাকাছি
হৃদয়ে দিয়েছিও আসন;
তবু বলো, এসব সবই মিছিমিছি
অনুভবি হৃদয়ে দহন।

হাসি,করি উল্লাস তোমারই বিজয়ে
গরবে নিয়ত ফেটে পড়ি;
আড়ি পেতে শুনি কাঁপি যেন ভয়ে
আমি নাকি জ্বলে পুড়ে মরি।

কেন যে এলে তবে কাছাকাছি আমার
প্রকাশিলে এত প্রেমকথা;
বুকের সীমান্ত করলে বন্ধ আবার
তাই পাই বুকে বড় ব্যথা।

উল্লসিত, নই বিমর্ষ আমি কখনো
তোমার যত সে অহমিকা;
দম্ভ, অভিনয় প্রেমেরই পরশ যেন
আরো তোমার জয় টিকা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-০৭-২০১৭ | ১৮:২৬ |

    শব্দ প্রক্ষেপণে রবীন্দ্র যুগের যে অতি প্রিয় স্টাইল এর সূচনা হয়েছিলো
    তারই প্রতিবিম্ব খুঁজে পেলাম লিখাটিতে। বেশ মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. আনিসুর রহমান : ১৪-০৭-২০১৭ | ২৩:৫৩ |

    বহু পথ পেড়িয়ে এলাম কাছাকাছি
    হৃদয়ে দিয়েছিও আসন;
    তবু বলো, এসব সবই মিছিমিছি
    অনুভবি হৃদয়ে দহন।
    //বেশ !!!

    GD Star Rating
    loading...