মাটির এ পুতুলে
এসেই নাকি কেঁদেছিলাম
যদিও দেখেছি মার হাস্য বদন প্রথমে;
যখন তবে বুঝতে শিখলাম
একি নিঠুর কার্যকলাপ এই জন্মভূমে।
যে মাটিতে এ মানুষ গড়া
যে মাটি করছে সবারই ভরণ পোষণ;
তবু আমাদের কত অশ্রুঝরা
মাটির গায়েই করি কালিমা লেপন।
চলে হেথা বিশ্রী কারবার
চলে হিংসা ক্রোধ নিধন অধীন খেলা;
গড়ে কেউ সম্পদ পাহাড়
পায় মান সম্মান কেউ শুধু অবহেলা।
কত চলে দলন শোষণ
চলে ঝগড়া ফ্যাসাদ শত কাটাছেঁড়া;
মাটির প্রাণে রক্ত ক্ষরণ
জাত পাত ছোট বড়তে প্রাচীর গড়া।
কারো মুখে নেই অন্ন
সংগ্রাম লড়াই বিপ্লব আর আক্রোশ;
অবিচার, আচরণ ঘৃণ্য
পুতুলে নেই নম্রতা গুন, আফসোস।
মাটির এ পুতুলে যদি
জন্মাতো মাটিরই মতো তার নম্রতা;
হতো এক প্রেম নদী
প্রবাহিত হতো ভালোবাসা ও মমতা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
‘যে মাটিতে এ মানুষ গড়া
যে মাটি করছে সবারই ভরণ পোষণ;
তবু আমাদের কত অশ্রুঝরা
মাটির গায়েই করি কালিমা লেপন।’
শাব্দিক অনুভূতির এমন প্রকাশ অসাধারণ। শুভকামনা মি. সাইদুর রহমান।
loading...
কারো মুখে নেই অন্ন

সংগ্রাম লড়াই বিপ্লব আর আক্রোশ;
অবিচার, আচরণ ঘৃণ্য
পুতুলে নেই নম্রতা গুন, আফসোস।
loading...