ভরসার স্মৃতিসমস্ত

ভরসার স্মৃতিসমস্ত

তবুও বৃষ্টিভরসায় জাগবে মাটি
জাগবে কালের উত্থান-
আবার এই আকাশ ছুঁয়ে উড়ে যাবে পাখি দু’টি
আমরা দেখবো চেয়ে অন্য কোনো বাউল
বেহালা হাতে গেয়ে যাচ্ছে ফকির আরকুম শাহ’র গান…

মৌন গোলাপেরা ঘুমোচ্ছে অর্জিত স্মৃতিসমস্তের ভেতর
কে বানাচ্ছে ঘর, কে ভাঙছে পুরনো কাঠের দেয়াল,
কার মন আজ ভেসে ভেসে,
প্রদক্ষিণ করছে এই মেঘের নগর।

আজীবন অপেক্ষায় থেকে একদিন গৌরবে,
যে পরাগ হাওয়ায় ওড়ে…
মানুষ তো চিরকালই প্রহরী থেকে যায়, প্রেমে
বিজলীঘেরা কালের শিকড়ে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-০৬-২০১৭ | ১০:২৪ |

    ‘মানুষ তো চিরকালই প্রহরী থেকে যায়, প্রেমে
    বিজলীঘেরা কালের শিকড়ে।’

    __ পাঠক মনের কথা গুলোই তুলে এনেছেন কবিতায়। শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই।

    GD Star Rating
    loading...