গহীনের ঘুমসমাবেশ
…………………………………………………………..
( চিকিৎসক, লেখক, কবি হুমায়ুন কবির- সুজনেষু )
আমরা হাত রাখছি আগুনের প্রশাখায়। পরখ করছি
যোজন জলবীজ। শীতলতার বিমুগ্ধ চরণ। আর যে
বর্ষা আমাদের জন্য বয়ে আনছে পলি, তার দিকে
তাকিয়ে নবায়ন করছি চোখের জ্যোতি, অক্ষরের ভালোবাসা।
গহীনের জন্য আমরা আয়োজন করছি যে ঘুমসমাবেশ
বৃষ্টিরাও যোগ দিতে চাইছে সেই স্লিপ কনফারেন্সে-
আদিম ভাস্কর্যের খোঁপায় লুকিয়ে আছে যে চাঁদ, সে ও
বলছে,আমারও নিদ্রা চাই- নদী,
তুমি ঢেউয়ে ঢেউয়ে বিছিয়ে দাও তোমার উষ্ণ চাদর।
মানুষ ঘুমের কাছে সমর্পিত হয়ে উপভোগ করে
মৃত্যুর সাময়িক আলিঙ্গন। কেউ জেগে উঠে, কেউ
উঠতে পারে না। নিরন্তর দমের নগরে, আসা যাওয়ার ভেতর…
বার বার শান্তিকে জড়ায়, প্রদক্ষিণ করে অন্য কোনও
ঘুমের প্রান্তর।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আদিম ভাস্কর্যের খোঁপায় লুকিয়ে আছে যে চাঁদ, সে ও
বলছে,আমারও নিদ্রা চাই- নদী,
তুমি ঢেউয়ে ঢেউয়ে বিছিয়ে দাও তোমার উষ্ণ চাদর।
loading...
‘গহীনের জন্য আমরা আয়োজন করছি যে ঘুমসমাবেশ
বৃষ্টিরাও যোগ দিতে চাইছে সেই স্লিপ কনফারেন্সে-
আদিম ভাস্কর্যের খোঁপায় লুকিয়ে আছে যে চাঁদ, সে ও
বলছে,আমারও নিদ্রা চাই।’
চিকিৎসক, লেখক, কবি হুমায়ুন কবির- সুজনেষুর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।
loading...