চকমকি ফার্নিশে
ঝকঝকে আসবাব গুলো আমাদের ঐশ্বর্যের সনদ,
নিঃসঙ্গ সংসার পতন আর স্মার্ট ফোনে হাসি মুখের সেলফি
আজকাল আভিজাত্যের আরেক সংযোজন!
খেয়ালী মন
বিষণ্ণ দিনের পর খামখেয়ালীর ভুরিভোজ
পাণের বোতল, আধ পোড়া সিগারেট
– এ সবি দুঃখের আধুনিক সংস্করণ!
কেউ কেউ বলছে বিপ্লব-
ঘিরে ধরা আগুন আর প্রতিদিন ঘর পোড়া গল্পে
লাইক কমেন্টের ঝড়!
দুমড়ে মুচড়ে যাওয়া হৃদয়, রাহু আঁচড়
পরশ্রীকাতর চোখ
বুকের আঁচল খসে পড়ার দক্ষতা নিশ্চিত করছে সভ্যতার সনদ!
এমনি এক অধম চরণে হেঁটে ছুটছে আমাদের জীবন
চরণ তলে মরা হাড় গোড়, ধর্মগ্রন্থ, চার পুরুষের ইতিহাস
বরং যত বেশী রাখা যায় মিথ্যের বাস, উলঙ্গ উল্লাস
ততো বেশী রঙ সমৃদ্ধ প্রোফাইল…
স্থায়ী আত্মার অস্থায়ী ভার্চুয়াল লাইফ!
দাউদুল ইসলাম
৬.৬.১৭
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ক্যাটাগরি অন্যান্য এবং ট্যাগ লাইনে দাউদের কবিতা।
ভার্চুয়াল লাইফ এর কাট্ টু কাট্ বিষয় সমূহ দারুণ চিত্রিত হয়েছে স্যার। গ্রেট।
loading...
ভার্চুয়াল লাইফ ই তো এখন রিয়েল লাইফ !
আর রিয়েল লাইফ তো কবির হাইপোথিসিস মাত্র !
*ভার্চুয়াল লাইফ জিন্দাবাদ ! শুভ কামনা কবি !
loading...