জঞ্জাল চাপা আগুন

বুঝি
আবার বুঝি না
কিছু খুঁজি
আবার খুঁজি না
দেখি
আবার দেখিনা
শুনি
কিন্তু শুনি না
ভোঁ দৌড়…উথাল… পাতাল
গিজ গিজ…
মগজ উৎরায়… বেসামাল
ভাঙ
চুরমার … ঝন…ঝন
ভন ভন…পাকা
ধুত্তুরি ছাই
ধ্যাত্তেরিকা……
পড়ুক সব
গদ্দপ!
মর তুই
বেজন্মা উঁই…
অ উ প … জঞ্জাল
পদে পদে
দে বিষ দে
নইলে আগুন!
দাউ দাউ
গনগনে দোজখের উনুন!
আর নয়তো
ভাসিয়ে দে
দে ঘূর্ণি
মাতাল চুর্ণি
বিশাল সর্বনাশ;
আঘাত দে
উপড়ে ফেল
ভাসিয়ে নেয়া জলোচ্ছ্বাস!

আর না
প্রেমের নামে মনের বেচাকেনা
কি জানিস তুই
কাকে বলিস প্রেম?
লালসার ঢিবি ছুঁই…
জল তরঙ্গ
মদে মাতাল… উলঙ্গ!
ঘরে নাই চাল-চুলো
মাথার ঘিলু চুষে নিলো…
রাতারাতি কলাগাছ
নেতার নামে ক্ষেতার কাজ।
খা
খেতে থাক
ভুঁড়ি ফোলে পেটে যাক।
মরুক অপদার্থ
টিকে থাকুক পাশবিক শর্ত!
পদ তলে
জীবন গলে
গলে ক্ষুধার্ত শিশুর আর্তনাদ,
যাক জাহান্নামে
কার কি?
স্বার্থের হিসেব এখনো বাকী!
ছেই!
ছেই ছেই কুত্তা!
মানুষ কই
সবাই তো মস্ত বড় নেতা;
ঘরে কোনে-
মরিস বিহনে,
পথে কাঁদুক ক্লান্ত পথিক
জঞ্জালে জঞ্জালে বাঁধুক জ্যাম
ল্যাম্প পোষ্টের ভাঙ্গা হেম;
ঝাঁড়ামার তোর নীতি
রাস্তায় মরছে দুখিনী পোয়াতি!
হাসছিস?
হাস-
তোদেরই তো পৌষ মাস;
আসবি
হাতে ভিক্ষের থলে
গাড় ধাক্কা খাবি তখন
একটা কথা বললে!
নির্লজ্জ
বেহায়া
থু !
চেটে খা
পুটে খা
বেওয়ারিশ কুকুর আর তু তু…

আরে রাখ!
কত কি ভেসে গেলো
পারবি, একদিন বাঁচতে
আদর্শের আলো পথে?
পারবি না
তো রাখ তোর অহংকার
শেয়াল ও দেয় বাঘের হুংকার!!


দাউদুল ইসলাম
৮/৬/১৭

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-০৬-২০১৭ | ২১:৫৭ |

    বেশ নতুন ধারার লিখা উপহার দিয়েছেন স্যার। বিনম্র সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • দাউদুল ইসলাম : ০৯-০৬-২০১৭ | ১৯:৪৩ |

      সালাম ও আমার শ্রদ্ধা গ্রহন করুন স্যার।
      মন থেকে বলছি
      আমি যা , তার অন্তরালে আপনিই স্পন্দিত প্রেরণা।

      GD Star Rating
      loading...
  2. মামুনুর রশিদ : ০৮-০৬-২০১৭ | ২২:১৫ |

    মুগ্ধ হলাম কবি! শুভ কামনায়: শুভ হোক রাত্রি।

    GD Star Rating
    loading...
    • দাউদুল ইসলাম : ০৯-০৬-২০১৭ | ১৯:৪২ |

      খুশি হলাম আপনার প্রীত ময় উপস্থিতি
      দৃঢ় হোক ভালোবাসা

      GD Star Rating
      loading...
  3. আনিসুর রহমান : ০৮-০৬-২০১৭ | ২২:৪৮ |

    আরে রাখ!
    কত কি ভেসে গেলো
    পারবি, একদিন বাঁচতে
    আদর্শের আলো পথে?
    পারবি না
    তো রাখ তোর অহংকার
    শেয়াল ও দেয় বাঘের হুংকার!!
    * কি ভীষন এ প্রশ্ন ! অসাধারন এ ভৎষনা ! সত্যি মুগ্ধ হলাম ।

    GD Star Rating
    loading...
    • দাউদুল ইসলাম : ০৯-০৬-২০১৭ | ১৯:৪৫ |

      বিনয়াবনত সালাম-
      অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই ।
      শুভ কামনা রইল – শুভ সন্ধ্যা

      GD Star Rating
      loading...