মদ খাচ্ছো খাও
মাতাল হচ্ছো হও
আবোলতাবোল বকছো
যাও বকে যাও।
ভাবনা কী আর তোমার?
সুখ চারপাশে,
আরও কত ফুর্তি!
সুখের জোয়ার
বইছে তোমার হাতের কাছে,
তবুও জেনো
দোজখের দরজাও খোলা আছে।
মদ খাচ্ছো
মাতাল হচ্ছো
সবই তোমার ইচ্ছা,
কিন্তু এ যে ভীষণ বাজে কিচ্ছা।
মদের বোতল
খুলে দিচ্ছে
তোমার ফুর্তির স্বর্গদ্বার,
চেহারাটা রোশনাই হচ্ছে আর!
একটা কথা তবুও কি
তোমার মনে দেয় না দোলা?
দোজখের দরজাও খোলা!
মদে ভেসে যাচ্ছো
আর আনন্দে মেতে আছো
চারিপাশে এখন তোমার
কত মানুষ!
ভণ্ডগুলো তোমার টাকায়
রোজ-রোজ উড়ায় ফানুস!
তোমার সুখের দরজা
খোলা এখন চারপাশে,
আর জানো তো
দোজখের দরজাও খোলা আছে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/০৫/২০১৭
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ধর্ম হচ্ছে শান্তির প্রতীক। শান্তি হচ্ছে সামাজিক দায়বদ্ধতা এবং শৃঙ্খলা। অবিচার অথবা ব্যাভিচার … সমাজকে উন্নীত করতে অনুশাসনের যথেষ্ঠ শব্দ রয়েছে। যোগ আছে।
পানীয় বলি আর অভ্যাস বলি … যা কিনা সামাজিকভাবে নিন্দিত বা গ্রহণযোগ্য নয়;
সেখান থেকে বিরত থাকাই শ্রেয়। পোস্টের জন্য ধন্যবাদ সাইয়িদ রফিকুল হক।
loading...
অনেক সুন্দর বলেছেন। আর সত্যের পক্ষে বলেছেন।

আপনাকে অশেষ ধন্যবাদ।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
loading...
আপনাকেও ধন্যবাদ।
loading...
“চারিপাশে এখন তোমার
কত মানুষ!
ভন্ডগুলো তোমার টাকায়
রোজ রোজ উড়ায় ফানুস।”
নিখাদ চিত্র এঁকেছেন। শুভ কামনা রইলো।
loading...
চমৎকার বলার জন্য কৃতজ্ঞ।
সঙ্গে শুভেচ্ছা অফুরান।
আর
loading...