জ্যোৎস্না জাগাবে প্রত্যাশা

আমিও একটি দোকান খুলবো- স্বপ্নের
স্তরে স্তরে তাকে তাকে সাজিয়ে রাখবো স্বপ্ন- নানান বর্ণের
হরেক রকম স্বপ্ন;
যাতে মানুষ দেখে- চেকে পছন্দের মত কিনতে পারে,
একে অন্যের জন্য বাঁধতে পারে উজ্জ্বল গিফট পেপারে!
রোজ সকালে আগলের ঝাঁপ তুলে- আমিও সাজাবো পসরা
সারি সারি – থোকায় থোকায় ঝুলাবো হরেক রকম স্বপ্ন,
কচমচে মোড়কে, টকটকে রঙ্গিন সব স্বপ্ন
নানান দামে, নানন আকারে- হাল্কা স্বপ্ন, ভারী স্বপ্ন
শিশুতোষ স্বপ্ন থেকে শুরু করে নারী পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ- বৃদ্ধা
সবার জন্য থাকবে স্বপ্নের অফুরন্ত ভাণ্ডার…
গরিবি স্বপ্নে থাকবে বিশেষ ছাড়, মধ্যবিত্ত স্বপ্নেও থাকবে লোভনীয় অফার!
প্রেমিক- প্রেমিকাদের জন্য স্বপ্নের সাথে ফ্রি থাকবে একটি করে গোলাপ
কিছু কবিতা, নাটকের সংলাপ
অর্থাৎ স্বপ্ন বিক্রির জন্য যা যা করণীয় সবিই থাকবে একিই দোকানে,
কে জানে?
কখন কোন খরিদদার প্রেমিক- প্রেমিকা কোন স্বপ্ন বর্জন করে কোন স্বপ্ন কেনে…
আচ্ছা নপুংসকেরা কি স্বপ্ন দেখে? হন্তারকেরা আর ধর্ষকেরা
নিশ্চয় তাদেরও স্বপ্ন দেখার সাধ জাগে…
তাদের স্বপ্ন গুলো কেমন হয়?
কিন্তু প্রেম আর প্রত্যাশা ছাড়া স্বপ্ন বুনা যায় নাকি? আর
যার বুকে প্রেম থাকে-মনে প্রত্যাশা
তার তো জানোয়ার হয়ে থাকার কোন সুযোগ নাই! তবে তারা কি স্বপ্ন হীন?
হবে হয়তো-
শুনেছি, দম্ভ আর স্বপ্ন পরস্পর চির শত্রু! সে যাক গে…
আমি আমার দোকানে স্বপ্ন রাখবো তাদের জন্যও… মানুষ হবার স্বপ্ন!
ত্যাগের স্বপ্ন!
বিনয়ের স্বপ্ন!
সমস্যা হলো এই সমাজে হন্তারকের ধরণ অনেক—
সুশীল হন্তারক, ধর্মের লেবাসি হন্তারক, মুখচোরা বাগ্মিতা পটু হন্তারক…
অন্যের স্বপ্নকে হত্যা করে করে যারা দক্ষ হয়ে উঠে নৃশংসতায়
দম্ভ ভরে যারা গুপ্ত আততায়ীর মত দাঁড়িয়ে থাকে-
রক্তের স্রোতে
ক্ষুধার্তের পীড়িত কষ্টে
মন ভাঙ্গা আহত বাউলের কণ্ঠে
ফুলের মৃত্যুতে
কবির উদাস চোখে
পীযুষ শিশুর মায়ের বুকে…
যাদের বিষাক্ত ফণায় আড়ষ্ট শিল্পের শাখা-প্রশাখা…

এই যা! স্বপ্নের দোকান সাজানো রেখে আমি কোন দিকে যাচ্ছি!!
আসলে আমিও তো একটা স্বপ্ন দেখি…
একদিন মানুষ কবিতা বুঝবে… নতুন নতুন স্বপ্ন কিনবে
একদিন ফুলেরা তার স্বতন্ত্র গন্ধের মত ভিন্ন ভিন্ন স্বপ্ন জাগাবে
একদিন মানুষ ভালবাসবে –ভালবাসা
স্বপ্নের বাগানে উড়বে স্বপ্নের প্রজাপতিরা, জ্যোৎস্না জাগাবে প্রত্যাশা…

দা উ দু ল ই স লা ম ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩১-০৫-২০১৭ | ২০:০৯ |

    অন্যের স্বপ্নকে হত্যা করে করে যারা দক্ষ হয়ে উঠে নৃশংসতায়
    দম্ভ ভরে যারা গুপ্ত আততায়ীর মত দাঁড়িয়ে থাকে-
    রক্তের স্রোতে।

    ফ্যানটাসটিক। খুবই ভালো এবং শক্তিশালী লিখা স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • দাউদুল ইসলাম : ৩১-০৫-২০১৭ | ২০:২৪ |

      ধন্যবাদ প্রিয় স্যার
      অনেক ভালবাসা ও আন্তরিক শুভ কামনা রইল ।

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ৩১-০৫-২০১৭ | ২১:৫০ |

        আপনার জন্যও অনেক ভালোবাসা প্রিয় স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

        GD Star Rating
        loading...
  2. আনিসুর রহমান : ৩১-০৫-২০১৭ | ২৩:২৫ |

    “কিন্তু প্রেম আর প্রত্যাশা ছাড়া স্বপ্ন বুনা যায় নাকি ?”
    * স্বপ্ন দেখা ও দেখানোর কবিকে অভিনন্দন তার স্বপ্নের পসরা সাজাবার জন্য !

    GD Star Rating
    loading...