চলমান দিবাকর

উদয়ের পথে সোনার থালাটি
সোনালী আভা ছড়িয়ে জাগিয়ে তোলে সৃষ্টি।
বুকে জাগায় সাহস প্রাণে জাগায় আশা
জানিয়ে যায় সবাইকে সমান ভাবে ভালবাসা।
অকৃপণ হাতে ছড়ায় তার দান
সাধ্য কি কারো দিতে পারে প্রতিদান।
সোনালী আলোয় দিগন্তে মাখামাখি
ঘাসের শিশিরে ছড়ানো যেন মুক্তরা রাশি রাশি।
দুপুরে তীব্র তেজে গগনে আগুন ঢালে
আবিস্কৃত হয়েছে সৌর শক্তি বলে।
যোগান দিচ্ছে উপাত্ত হিসাবে বিজ্ঞানের মহা অভিযানে
কাজে লাগাবে আগামী প্রজন্ম নিজেদের কল্যানে।
বিকেলের রোদ্র ছায়ার মিষ্ট আমেজে
ভরে উঠে সকলের মন খোশ মেজাজে।
দূর করে সারাদিনের কর্মক্লান্তি
আনে দেহ মনে শান্তি।
ধুসর গোধুলি লগ্ন দেখি দাড়িয়ে সাগর পাড়ে
কর্মক্লান্ত দীবাকর অস্তমিত সাঁঝের আধাঁরে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৫-২০১৭ | ৭:৩১ |

    ‘ধুসর গোধূলি লগ্ন দেখি দাড়িয়ে সাগর পাড়ে
    কর্মক্লান্ত দিবাকর অস্তমিত সাঁঝের আঁধারে।’

    ____ লিখার শুরুটাতে মন বসাতে একটু কষ্ট হয়েছে।
    শেষে এসে যেন অংকটা মিলে গেলো। অভিনন্দন এবং শুভ সকাল আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    GD Star Rating
    loading...
    • ছন্দ হিন্দোল : ২৩-০৫-২০১৭ | ৭:৫৪ |

      দিবকর কিভাবে আধাঁর কেটে দিনের আলো তে ভরিয়ে তোলে
      ক্ষনে ক্ষনে বদলায় রঙ্গ
      আসলে অংকটা তত সরল নয়
      এই উদয়োস্তের খেলা।
      সুবহান আল্লাহ

      GD Star Rating
      loading...