একগুচ্ছ কৃষ্ণচূড়া প্রথম দেখলাম যখন
দেহের মাঝে খইফোঁটা বালুর ছুঁয়া বুঝিনি তখন-
এখন শুধু পোড়া জানালার দৃষ্টিপলকে
নানার রঙের কৃষ্ণচূড়ার পাঁপড়ি বিরণ!
রাঙিয়ে কাটায় কত না দিবস রজনি-
এভাবে কত বৈশাখ গেলো-
শুধু এই বৈশাখে বৈশাখে- রাঙিয়ে যাওয়া ইচ্ছে করে,
কৃষ্ণচূড়ার রাগনি; কখন প্রজাপতি-
কখন ঘাসফড়িংর ফুলদানি!
দেহের মাঝে খইফোঁটা বালুর ছুঁয়া বুঝিনি-
একটা কৃষ্ণচূড়া দেখি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
‘শুধু এই বৈশাখে বৈশাখে- রাঙিয়ে যাওয়া ইচ্ছে করে,
কৃষ্ণচূড়ার রাগিনী; কখন প্রজাপতি-
কখন ঘাসফড়িং এর ফুলদানি!’
___ ভালো লিখেছেন প্রিয় কবি মি. সরকার। শুভ সকাল।
loading...