অহর্নিশি যে কবিতা আঁকে
অহর্নিশি যে কবিতা আঁকে
চিত্র ধুলোর বানে।
সে এক নন্দন প্রথায়!
যাকে শুধোয়;
বললে তুমি মুচকি হেসে
সে তো প্রেম অাক্ষান!
যাতনা, বিরহে, উৎফুল্ল, সুখে
স্মৃতির ভারারে; এখন শুধু
যাতনা সয়ে সয়ে বাঁচে।
সেই তো মুখ ফিরেলে
আদি অন্ত না ভেবে।
কোজাগরি চাঁদ যাতনা সুঁপে
আঁধার রাতের মর্মমূলে;
ভাবেনি সে তো কোন কালেই!
রাত ফুরাবে হেসে।
যদ্যবি আঁধার গেল টুটে
নিঃস্ব বিরহ বাজে বুকে,
আলোর স্নানে শুদ্ধ ভেবে গানে
সাত রং মোহে আবার স্বপ্ন বুনে।
১৪২৪/২৫, বৈশাখ/গ্রীষ্মকাল।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
‘যদ্যবি আঁধার গেল টুটে
নিঃস্ব বিরহ বাজে বুকে,
আলোর স্নানে শুদ্ধ ভেবে গানে
সাত রং মোহে আবার স্বপ্ন বুনে।’
___ অনন্য জীবন বোধের লিখা। বেশ লিখেছো বন্ধু।
loading...