প্রেমের লুকোচুরি শরীরের টুংটাং
প্রেম ছাপিয়ে মাথায় কাম
শরীরের মধু চাখতেই ভাবাবেগ
বাবা-মা আত্মীয়-স্বজন সব বিষ
প্রেমে বাধ সাধে যদি উনিশ আর বিশ;
ছেলেমানুষি ভাবাবেগে গড়ে ওঠে প্রেমের বাসর
কিছুদিন হাসি-খেলায় মধুচন্দ্রিমা
তারপর হাঁড়িকুঁড়ি
ধীরে ধীরে ঝাড়ুর আগায় চিনামাটির ভাঙা বাসন
বিছানায় কোল বালিশের বিভাজন,
অভাবের তারস্বরে কাক উড়ে যায়
অথচ কি সুন্দর একটা ইনিংসের গোড়াপত্তন হয়েছিল
প্রেমের খেলায়;
অর্থ সকল অনর্থের মূল
ক্ষুধায় প্রেম নাশ
সম্পর্কের সর্বনাশ;
মাথার ওপরকার চাল অভাবে ফুটো হলে
ঝমঝম অনর্থ বৃষ্টি
অনর্থে ভিজে হিমাঙ্কের নীচে প্রেম
দাম্পত্যের অনাসৃষ্টি;
পেটে দুমুঠো পড়লে তবেই না মধুচন্দ্রিমা
আর নয়তো চাঁদ কেবলই ক্ষিদের রুটি,
প্রেমের শবে ম ম দুর্গন্ধ
অর্থের সুগন্ধে,
অপরিপক্ব প্রেম শুধুই ছেলেমানুষি;
বোধোদয় বিভাজনের পরে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সকালের প্রথম কবিতা পড়া। যাযাবর জীবনের জন্য নিয়মিত শুভেচ্ছা।
loading...