কটা আকাশ আছে পৃথিবীতে, কটা সমুদ্র
এক হয়ে গেলে পরিপূর্ণ হয়ে উঠে জলের
সীমানা – এমন সব প্রশ্নের মুখোমুখি ধীর
দাঁড়িয়ে কেবলই দেখে যাই সৌম্য সংকেত।
লিখিত মনবিধান নাড়াচাড়া করে বুঝে ফেলি
শষ্যদানায় সঞ্চিত শক্তিরা সব উন্মুখ হয়ে
আছে, দেখবে বলে অন্য কোনো মাটির ভিত।
যেভাবে জেগে থাকা রাত স্পর্শ করে পাতার
রঙ কিংবা ঘুমন্ত দিন এসে নাড়ে দরদী দরোজা।
নেড়ে যেতে আনন্দ আছে ভীষণ। আর ভুলে
থাকাতেও।
যার কোনো বাসগৃহ নেই, আমরা জানি, মাধবী
আকাশকেই কেবল ছায়া ভাবতে পারে সে ও।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দেখে যাই সৌম্য সংকেত। কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই।
loading...