গ্রীষ্মের মুকুল ঝরিয়ে পৃথিবীও লিখে নতুন কবিতা
বর্ষার বৃষ্টি হয়ে ঝরে আকাশ। কদমফুলগুলো ভার
নিয়ে তাকায় দিগন্তের দিকে। কখন আসবে শরত
কখন ভোরের নেত্র ছুঁয়ে জাগবে নদী, আরেকটা দিন
থেকে যাবে কাছে – আরেকটা রাত বলে যাবে কানে
কানে গল্পের আনমনা অধ্যায়! এভাবে নৃত্যগীতি
শোনাতে শোনাতে চারপাশে প্রদক্ষিণ করবে হেমন্তের
ফসলের ঘ্রাণ। জীবন, মৃত্তিকার উষ্ণতা নিয়ে কালে
কালেই লিখে রাখে যে বৃত্তান্তবীজ, শীতের পরশ পেয়ে
একদিন তা ও ভেদ করে সম্ভাবনার নবম স্তর। আহা
বসন্ত ! আহা লালপুষ্প ! তুমিও কি আমাকে রাঙাতে আসো ?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
loading...