ইচ্ছেঘুড়ি

আজকাল ইচ্ছেরা আর আকাশে ওড়ে না
ঘরের এক কোনায় চুপ করে বসে থাকে।

অথচ একদিন ছিল এই ইচ্ছেরা ওই দূরে
ওজোনস্তর ভেদ করে সোজা সূর্যের সামনে চলে যেত,
হাসত, গাইতো, খেলত আবার ফিরে আসত নিজের ঘরে।

একদিন ইচ্ছেরা আকাশে উড়ছে …
এক ভয়ংকর টর্নেডো এসে দাঁড়ালো তাদের সামনে,
ছিন্ন ভিন্ন করে দিল তাদের, রক্তাক্ত হল তারা।

এক এক করে মাটিতে আছড়ে পড়তে লাগলো
অনেকেই, কবরে শান্তিতে ঘুমিয়ে পড়ল।

আর যারা ডানা ভেঙে পরে রইল
আজও নতুন ডানা গজায় নি, আর ওড়া হল না তাদের।

ওই নীল আকাশটাকে আজ বড় ভয়,
তারা একেবারে চুপ করে থাকে ঘরের কোনে।
কোন শিকল বা বেড়ি ছাড়াই
তারা পোশ মেনে গেছে এমনিই।

তাদের আজ আর কোন চাওয়া নেই, খিদে নেই, তেষ্টাও নেই,
তারা আজ জীবন্ত লাশ, অপেক্ষা শুধু কবরস্থ হওয়ার……

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মোকসেদুল ইসলাম : ২৩-০৪-২০১৭ | ১৩:৩১ |

    বড় দুঃখের কবিতা। আশা রাখি ইচ্ছেরা আবারও জীবন্ত হয়ে উঠবে।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৩-০৪-২০১৭ | ১৩:৩৫ |

    ‘ইচ্ছেঘুড়ি
    অথচ একদিন ছিল এই ইচ্ছেরা ওই দূরে
    ওজোনস্তর ভেদ করে সোজা সূর্যের সামনে চলে যেত,
    হাসত, গাইতো, খেলত আবার ফিরে আসত নিজের ঘরে।’

    জীবনের বাস্তবতার মিশেল দেয়া বিষণ্ন এক কবিতা। প্রত্যাশায় ভালো থাকুন কবি।

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৩-০৪-২০১৭ | ২২:৪৫ |

      শুভেচ্ছা অফুরান বন্ধু

      GD Star Rating
      loading...
  3. আনিসুর রহমান : ২৩-০৪-২০১৭ | ১৬:৫৬ |

    ওই নীল আকাশটাকে আজ বড় ভয়,
    তারা একেবারে চুপ করে থাকে ঘরের কোনে।
    কোন শিকল বা বেড়ি ছাড়াই
    তারা পোশ মেনে গেছে এমনিই।

    *ইচ্ছেরা প্রানবন্ত হয়ে উঠুক আবারো দ্বিগুণ শক্তি নিয়ে যেন কোন টর্নেডো আর তাদের ক্ষত বিক্ষত করতে না পারে !
    খুব ভালো লাগলো আপনার আহত কবিতা !

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৩-০৪-২০১৭ | ২২:৪৬ |

      অনেক ধন্যবাদ আপনাকে

      GD Star Rating
      loading...
  4. আনিসুর রহমান : ২৩-০৪-২০১৭ | ১৭:১১ |

    মন্তব্ব্যে ভুলের জন্য দুখিত্ত । সংশধিত মন্তব্য নিচে দেয়া হল । ডিলিট করার অপশন খুজে পাচ্ছি না । কেউ কি সাহায্য করবেন ?

    GD Star Rating
    loading...
    • মুরুব্বী : ২৩-০৪-২০১৭ | ১৭:৪৬ |

      মন্তব্য ঘরে আপনার নাম আর তারিখ সময় লাইনে লাল x (ক্রস) …
      ওটাই হলো ভুল মন্তব্য মুছে দেবার বাটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

      GD Star Rating
      loading...