ঘর হইতে বাহির হইনু-
লভিতে অপরুপ শোভা দেশে বিদেশে
দেখিয়াছি গগণচুম্বী অট্টালিকা-
মানবরূপী খেলনা মানব করিছে খেলা অন্দরে বাহিরে
দেখিনি প্রাণের ছোঁয়া; যেমন দেখিয়াছি রমনা বটমূলে!
গিয়াছি বরফের দেশে-
শ্বেতশুভ্র মায়া মমতা বুঝি এইখানে রহিয়াছে সবার অন্তরালে
পাইনি আমি পাইনি খুঁজিয়া-
যেমন তুমি লালন করিয়াছিলে শ্যামল আবেশে।
মরুর দেশের মরুর মায়া সেতো রূক্ষময় প্রতিনিয়ত
অদৃশ্য জ্বলন শিখা জ্বলিছে অনবরত-
দুগ্ধদায়িনী নদীমাতা স্বপনের অতীত
যেমন বহিছে তব বক্ষে সতত।
কাঁদিছে হিয়া তব অন্তরালে
দূরদর্শনে যবে দেখি তুমি সাজিয়াছ বিলাস বসনে
প্রাণে প্রাণে করিছে মাতামাতি নব দিবস বরিতে
অধীর প্রহর গুনিছে তব সাক্ষাতের নির্মিলিত সজল আঁখিতে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মধুর অপেক্ষা! নববর্ষের শুভেচ্ছা জানুন প্রিয় কবি। শুভ হোক আপনার সর্বদা।
loading...
* ধন্যবাদ, কবি মামুন।
loading...
দীলখুশ মিঞার পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা গ্রহন করুন।

হাই হ্যালো।
কবিতা ভাল লেগছে।
আপনার ভাল হোক।
loading...
* অনেক অনেক ধন্যবাদ।
loading...
তুমি নূতন. আবার পুরোনোও হবে একদিন
আবরণহীন সরস বন্দনায় ভুলে যাবো সব পাপ
যেন ভুলিনা আমার কর্ম আর ফেলে আসা অতীত …
loading...
* শুভ নববর্ষ সুপ্রিয়…
loading...