নতুন বছর, পুরনো আমি
– যাযাবর জীবন
বছরের চাকা ঘুরে নতুন বছর আসে
জীবন চাকায় ঘুরতে ঘুরতে পুরনো হই আমি,
নতুন করে গড়ে ওঠে কিছু বন্ধুত্ব
পুরনো হয় সম্পর্ক
জং পড়া, আমার মত;
কেও কেও তেল ঘষে সম্পর্কের জং ছাড়াতে যায়
চকচকে সম্পর্ক? সে শুধু মনের আয়নায়;
কেও বোঝে
কেও তেল ঘষে
আর খুব বুদ্ধিমানে ভেঙে ফেলে পুরনো সম্পর্ক
তোর মত;
আজ, কাল হয়ে যায় সূর্য ডুবতেই
বর্তমান হয়ে যায় অতীত প্রতিনিয়ত,
অতীত? সে তো পুরনোই
ঠিক আমার মত;
সে
তারা
ওরা
আর বাকি সবাই বুদ্ধিমান
তোর মত;
অতীত ছুঁড়ে ফেলে
পুরনো মুছে ফেলে
সম্পর্ক ঝেড়ে ফেলে;
বছর ঘুরতেই নতুন বছর আসে
পুরনো হয় মানুষ
পুরনো হয় সম্পর্ক
জীবন চলে জীবনের মত;
পুরনো আমি
জং পড়া সম্পর্কে তেল ঘষে যাই
অস্পষ্ট মনের আয়নায়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তবুও নতুন আসে পুরোন কে পেছনে ফেলে। ঘষে মেজে যদি সচল হওয়া যায়!
শুভেচ্ছা রইলো।
loading...
শুভ নববর্ষ প্রিয় নির্বাসিত জীবনের কবি।
loading...