রঙ নাম্বার -২

দাঁড়িয়ে ছিলাম পথের মাঝে
একটা মেয়ে ডাক দিলো
হঠাৎ প্রবল স্রোতের তোড়ে
নদী বুঝি বাঁক নিলো
ভেবে নিলাম এবার বুঝি
খুলে গেছে প্রেমের দুয়ার
ফুলের বনে পাখির মেলা
লাগছে মনে তাদের জোয়ার
খরায় খরায় দিন তো গেছে
কাটব এবার সোনালি ধান
এখন থেকে গাইব নিজে
কোকিল বনের বসন্ত গান
হাজার সূর্য বুকে পুরে
হেটে তাহার সামনে দাঁড়াই
রুক্ষ স্বরে বলল মেয়ে
আপনাকে তো ডাকি নি ভাই
ঐ যে আমার আসছে প্রেমিক
তার জন্য নাড়াচ্ছি হাত
তার বাহুতে যাবো বলেই
দূর থেকে বাড়াচ্ছি হাত
ভ্যাবাচেকা খেয়ে দেখি
পায়ের নীচে মাটিই নাই
হাটা চলা ভুলেই গেছি
হয়তো আমার পা’টিই নাই
বিকট স্বরে হঠাৎ করে
চেঁচিয়ে উঠে কাকের দল
গুমরে উঠে বুকের কোটর
চোখ দুটো হয় অশ্রু সজল…

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৩-০৪-২০১৭ | ১১:২১ |

    রঙ নাম্বার প্রথম পর্বের পর এবার দ্বিতীয় পর্বও পড়া হলো। সুন্দর প্রিয় মকসুদ ভাই।

    GD Star Rating
    loading...