রাস্তাটা সুসজ্জিতই ছিল। মেকআপ, প্রেজেন্টেশন সবই নিখুঁত
অথচ অন্ধকার যখন তাকে গিলে ফেললো ধুন্ধুমার ম্যাজিকে
গিলিগিলিফু … শেষ প্রান্তরেখায় ছটফটে চুমু তখনও
ঘুরে বেড়াচ্ছে তোর্সার চুলে, কানের লতিতে
ফর্সা নিটোল দুই স্তনের জমজ জলজ গোলকে।
রাস্তার স্টাইলিশ টাইলসের পোষাকে এখানে সেখানে
নীরব কোণার্ক চাউনিতে তোর্সার জল বিন্দু বিন্দু আদর ছড়াচ্ছিল
অথচ পাজী অন্ধকার বেমক্কা ফিসফিসিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টায়
ক্রমাগত বলে যাচ্ছিল, রাস্তা রে তুই একা, তোর্সার ডেডিকেশন
কেবলই সমুদ্রের দিকে ছুটে যায় বর্ষায় ফুলেফেঁপে
তার স্বপ্নকুটিরের দিকে কোনো এক শ্রাবণ সন্ধ্যায়।
রাস্তা শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিল, নাকি সন্যাসী হয়েছিল
এ সম্পর্কিত খবর টিআরপির অপ্রতুলতায় জানা যায় নি;
তবে নিরুদ্দিষ্টের কালো জাবদা খাতায় তার নাম রেজিস্টার্ড হয়েছিল …
অন্ধ কালোয় ঝাঁপ দিয়ে হারিয়ে গেছিল সুদর্শন রাস্তা।
loading...
loading...
ভালো লিখেছো প্রিয় সৌমিত্র। শুভ নববর্ষ ১৪২৪।
loading...