বেলা শেষে...

আঁধারের গভীরতা ভালোবাসি তবু
সন্ধ্যা থেকে মধ্যরাত যদিও সময়টুকু পাইনি কভু
আলো আঁধারি খেলা খেলেছি সময় ছিল অবিরত
প্রতীক্ষা অপেক্ষা শব্দ দুটি আমার বেশ পরিচিত।

নীড় হারা পাখির আত্মনাদে অভ্যস্থ হয়ে পড়েছি কখনো
পদ্মার বুকে হারিয়ে যাওয়া বসত বাড়ি দেখেছি শতশত
তোমার নাতিদীর্ঘ আলাপচারিতায় আমি ডুব দেই ভূমধ্য সাগরে
লৌহমানব হতে চেয়েছি ডুবে যেতে যেতে।

চেতনা আমার বর্ণহীন
আকুলতায় আমি অশ্রুহীন
প্রবল বর্ষণের মাঝেও আমি রক্তচোষা রোদ দেখি
শীতের ওম নিতে গিয়ে আমি ঘামের স্রোতে ভাসি।

সাগরের তলদেশে বসতি নিয়েও আমি গলগণ্ড রগে ভোগী
চন্দ্রিমা উদ্যানে আমি কাল অমাবস্যার রুপ দেখেছি
আমি আসলে যা দেখেছি —
তোমার দেখার ঠিক উল্টো রূপটি।

তুমি যা পেয়েছ
আমি তার উল্টোটি
আসলে আমি যা দিয়েছি
ভোগ না করেই দিয়েছি।

আমি গরল পিয়ে–
অমৃত সুধাটি তোমার জন্য রেখে দিয়েছি
অমাবস্যা বুকে নিয়ে প্রভাত বয়ে এনেছি
তুমি তিলোত্তমা হবে বলেই তো সব সয়ে নিয়েছি।

যমদূতের ঘন্টা ধ্বনি যেন শুনি এখন অতি নীরবে
বেলা বয়ে গেল; যাক না কী আছে তাতে!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. শাফি উদ্দীন : ১০-০৪-২০১৭ | ১:৫০ |

    অসাধারণ। আমি বেশ কিছু দিন ছিলাম না। আরে ভাই, আমাদের সেই লিওয়ার নাকী? আমি অনেকটা খুঁজেছি। আমার বিশ্বাস সেই দিলওয়ার। সালাম রলো। লিখা অনেক ভালো লাগলো। দোয়া র’লো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১০-০৪-২০১৭ | ৯:২৯ |

    আজকের লিখাটি অনেক বেশী সুন্দর হয়েছে স্যার। আমার কাছে ভালো লেগেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...