অ-বেলা

এই ছিল চাওয়া
যেখানেই যাব সদা হাস্যকলগীত
জীবনের টান টান আঁচড় এখানে ওখানে
ভালবাসা মাখা এক ক্ষেত সবুজ ডানার অড়হর
এই ছিল চাওয়া
এর বেশী তো কখনো চাইনি কিছু।

কবুতর উড়ে যায়
উড়ে যায় প্রসন্ন স্বাধীন বেলা
এর বেশী আর কি ছিল চাইবার?
একটু শুধু উড়তে চেয়েছি ডানাহীন
গাঢ় অন্ধকার থেকে ফুঁড়ে ওঠা অঙ্কুর নিয়ে
ভিজুক দানা বাঁধা শংকা।

এখন আর কোনো ব্যাস্ততা নেই
চাওয়াকে পাওয়ায় টেনে নিতেও ভাল লাগে না আর
ঘরে বসেই দেখি উড়ন্ত মেঘে আঁকা থোকা থোকা গোলাপ
ত্রিবেণী ছুঁয়ে বয়ে যায় ঝরকা কাটা মাঠ
তারপরও আমার মন খারাপ লাগে
আমার ভীষন মন খারাপ হয়ে যায়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-০৪-২০১৭ | ১৩:৩৮ |

    বিনয়ের সাথে ভালো লাগা রাখলাম প্রিয় কবিবন্ধু তুবা। ভালো থাকুন সবার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • শাকিলা তুবা : ০৮-০৪-২০১৭ | ১৬:১৪ |

      আপনাকেও অনেক শুভেচ্ছা, ভালো থাকুন আপনিও।

      GD Star Rating
      loading...
  2. শাফি উদ্দীন : ০৮-০৪-২০১৭ | ১৫:২৩ |

    তুবা আপা, আপনার লিখায় যা পেলাম তা হলো স্বচ্ছ-সুন্দর ও নির্মল পথ চেয়ে ছিলাম যেখানে নিবিঘ্নে হবে পথ চলা এবং বলা। সে চলার পথ যেন কালো অন্ধকারে ঘেরা বিঘ্ন সঙ্কুল-পিচ্ছিল!

    ছোট ছোট শব্দ প্রয়োগে কথা বলাও এক অভিনব কলা-কৌশল। দোয়া শতশত বার আল্লাহ যেন সার্বিক কল্যাণ করেন আপনার এবং সবার।

    GD Star Rating
    loading...
    • শাকিলা তুবা : ০৮-০৪-২০১৭ | ১৬:১৫ |

      আপনার জন্যেও অনেক দোয়া রইলো এবং আল্লাহ যেন আমাদের উভয়ের দোয়াই কবুল করেন সেই কামনা থাকলো।

      GD Star Rating
      loading...