একজন কমলার গল্প-

লেখালেখিতে যাদের হাত আছে চাইলে উপন্যাস লিখতে পারেন কমলাকে নিয়ে। তার দেখা পেতে একটু কষ্ট করতে হবে এই যা। রাজধানীর সদরঘাট হতে ভোলাগামী লঞ্চ ধরে যেতে হবে তজুমদ্দিন নামক একটা উপজেলায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোন এক কোনায় শুয়ে আছে গল্পের নায়িকা কমলা বেগম। শরীরে অজস্র ক্ষতচিহ্ন, চোখে বাধ ভাঙা অশ্রু আর সামনে অনিশ্চয়তার সমুদ্র। একজন কমলার অতীত, বর্তমান আর ভবিষ্যত নিয়ে গড়ে উঠা এ কাহিনী লিখতে গেলে পার্শ্বচরিত্রের অভাব হবেনা। খন্ড খন্ড কিছু ঘটনা, বিচ্ছিন্ন কতগুলো চরিত্র এবং কালের প্রবাহ হতে খসে যাওয়া কিছু সময় একত্র করলে তৈরী হবে বিশাল ক্যানভাসের এক গল্প। যেখানে থাকবে ক্ষুধা আর দরিদ্রের সাথে লড়াই করে বেড়ে উঠা এক তরুণীর জীবন যুদ্ধ। গল্পের কোন নায়ক নেই। আছে একাধিক খলনায়ক।

এক বছর আগে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় কমলা। তারও আগের ঘটনা। প্রতিবেশি অলিউল্লাহর ঘটকালিতে বিয়ে হয় তার। বাকপ্রতিবন্ধী রিকশাচালক মিজানকে ভাগ্য মেনে নিয়ে কমলা শুরু করে নতুন জীবন। কিছুদিন যেতেই বুঝতে পারে বিয়েটা ছিল আসলে প্রতারণা, তাকে ভোগ করার মহাপরিকল্পনার অংশ মাত্র, যার রূপকার সেই অলিউল্লাহ । সুযোগ পেয়ে রাস্তা হতে উঠিয়ে নেয় কমলাকে। অজ্ঞান করে নিয়ে যায় ঢাকা শহরে। ভয় আর প্রলোভনের কাছে হার মানতে বাধ্য হয় কমলা। ১২০০ টাকায় বাসার গৃহপরিচারিকার কাজটাও যোগাড় হয় অলিউল্লাহর ইশারায়। কমলার শরীর আর তার পরিশ্রমের পুরো টাকাটাই ভোগ করতে থাকে গল্পের খলনায়ক। কিন্তু এক সময় বেঁকে বসে কমলা। অস্বীকার করে পুতুল হয়ে বেচে থাকতে। ফলশ্রুতিতে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। কয়েক দফা নির্মম পেটানোর পর পাঁচজনের একটা দলের কাছে বিক্রি করে দেয় কমলাকে। গল্পের ঘটনা প্রবাহ হতে বিদায় নেয় গোলকপুর গ্রামের রোস্তম আলীর ছেলে অলিউল্লাহ। তবে বেশি দিনের জন্যে নয়।

নতুন মালিকরা কমলাকে ঠেলে দেয় দেহব্যবসায়। এখানেও সে বেঁকে বসে। অস্বীকার করে অন্ধকার জীবনের সাথে ফয়সালা করতে। যা ফেরার তাই আবার ফিরে আসে, অকথ্য নির্যাতন। ব্লেড আর ছুরি দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করা হয় তার শরীর। আশংকাজনক অবস্থায় রাস্তায় ফেলে চম্পট দিতে বাধ্য হয় দালালের দল। নদীতে অনেক পানি গড়িয়ে শেষপর্যন্ত নিজ গ্রামে ফিরে আসতে সক্ষম হয় কমলা। সবাইকে বলে দেয় তার কাহিনী। এবার গণরোষের শিকার হয় গল্পের খলনায়ক অলিউল্লাহ। গণধোলাইয়ে মারাত্মক আহত অলিউল্লাহকে পুলিশ উদ্ধার করে এবং ভর্তি করে দেয় হাসপাতালে। এখান হতে দ্বিতীয়বারের মত হারিয়ে যায় সে।

প্রভাবশালী মহল বলতে একটা মহল আছে বাংলাদেশের শহর-বন্দর ও গ্রাম-গঞ্জে। তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর গ্রামও এর ব্যতিক্রম নয়। অলিউল্লার উদ্ধারে এখানেও এগিয়ে আসে এই প্রভাবশালী মহল। এলাকার যুবলীগ নেতা শাহজাবুদ্দিন ও তার দলবল কমলাকে হাসপাতাল হয়ে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। ভয় দেখায় মামলা তুলে নেয়ার জন্যে।

এখানেই গল্পের শেষ হতে পারে। কারণ এর পর কমলার ভাগ্য কোনদিকে গড়াবে তার খবর কাউকে রাখতে হয়না। আসলে রাখার দরকারও হয়না। কমলাদের মত হাজার হাজার যুবতী বাংলাদেশের জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও পাড়ায় পাড়ায় অলিউল্লাহ, প্রভাবশালী মহল আর আইনী লোকদের লোভ লালসার শিকার হয়ে নিয়মিত নির্যাতিত, নিষ্পেষিত আর ধর্ষিত হচ্ছে। এসব নিয়েই আমাদের দেশ। দেশকে ভালবাসলে আওয়ামী-বিএনপির মত এগুলোও বোধহয় আমাদের ভালবাসতে শিখতে হবে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৫-০৪-২০১৭ | ১১:৪৭ |

    এসবেই আমাদের দেশ। দেশকে ভালবাসলে আওয়ামী-বিএনপির মত এগুলোও আমাদের ভালবাসতে শিখতে হবে। সাপের গালে এক চুমু গণশত্রুর গালে দুই চুমু।

    স্বাগতম হে প্রিয় মানুষ। মানুষ উচ্চারণের শব্দটিতে সম্মানের কমতি নেই কিন্তু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. শাফি উদ্দীন : ০৫-০৪-২০১৭ | ১৫:৩৬ |

    বড়ই নির্মম ও দুর্বিসহ। বড়ই করুণ! নৈতিকতার মহা পতন বিধায় হয় এমন!

    GD Star Rating
    loading...
  3. থার্ড আই : ০৫-০৪-২০১৭ | ১৮:০৪ |

    একজন কমলার গল্প পড়ে দেখলাম হাজার কমলার গল্প। দেখলাম চেনা সমাজের শব্দের চিত্রায়ন।

    GD Star Rating
    loading...
  4. মোঃ খালিদ উমর : ০৫-০৪-২০১৭ | ২০:২৫ |

    আরে ভাই দেশের উন্নয়নের জন্যেও এমন কাহিণির প্রয়োজন রয়েছে।
    আদিকাল থেকেই এমন চলে আসছে, চলছে, চলবে।
    কমলারা এমনি করেই এই বিশ্বে জীবন কাটাবে!

    GD Star Rating
    loading...
  5. আনু আনোয়ার : ১২-০৪-২০১৭ | ১১:৪৪ |

    আমরা এমনি করে আমাদের দেশ সাজাই।

    GD Star Rating
    loading...