কবিতা

করতলে একটি কুয়াশা-মাখা ভোর ছিল
আঙ্গুলের ফাঁকে কখন যে ঝরে গেছে বুঝতে পারিনি।

কষ্ট পাই
বর্ণাঢ্য-জলসায় অচেনা মুখের ভীড়ে একা হয়ে গেলে
ক্রমশঃ কুঁকড়ে যাই নিজের ভেতরে।

হারতে চাইনা।বারবার হেরে যাই।
নিজের প্রলম্বিত ছায়াটুকু ক্রমাগত নিজেকে অতিক্রম করে যায়।
কষ্ট পাই।

বিস্মরণের আজন্ম-স্বভাবে ঠিকানা-বিভ্রাট;
এ গলি ও গলি খুঁজতে খুঁজতে
তোমার গলির একদম পাশ দিয়েই
আনমনে এক ভুল বাড়ীতে ঢুকে যাই

সে এক ঐন্দ্রজালিক বাড়ী
গোলকধাঁধা…………………..

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০৪-২০১৭ | ১৫:৩৮ |

    করতলে একটি কুয়াশা-মাখা ভোর ছিল
    আঙ্গুলের ফাঁকে কখন যে ঝরে গেছে বুঝতে পারিনি।

    লাইনদ্বয় পুরোন একটি কবিতা। সালাম এবং শুভেচ্ছা জানবেন আপা। শুভ বিকেল।

    GD Star Rating
    loading...
  2. মামুনুর রশিদ : ০২-০৪-২০১৭ | ১৭:৩৭ |

    “আনমনে এক ভুল বাড়ীতে ঢুকে যাই
    সে এক ঐন্দ্রজালিক বাড়ী”

    শুভেচ্ছা রইলো কবি।

    GD Star Rating
    loading...
  3. শাফি উদ্দীন : ০২-০৪-২০১৭ | ২৩:০২ |

    কষ্ট পাই
    বর্ণাঢ্য-জলসায় অচেনা মুখের ভীড়ে একা হয়ে গেলে
    ক্রমশঃ কুঁকড়ে যাই নিজের ভেতরে।’

    আপনার সুরে মুগ্ধতা নিয়ে বলি-
    ক্রমশঃ কুঁকড়ে যাই নিজের ভেতরে।’
    ভাবতে পারি না এবং জানি না কি করে!
    মুগ্ধতা র’লো কবি। আসসালামু আলায়কুম।

    GD Star Rating
    loading...