ফেরাউনের ঘরে মুসা আঃ

আলে ফেরাউন নামে ছিলো এক, যালেম শাসক মিশরে
মত্ত ছিলে তারা নাফরমানী, শীর্ক, কুফরে।
বিভিন্ন দলে বিভক্ত করেছিলো তথাকার জনগনকে
বনী ইস্রাইলকে হীন করেছিল পুত্রদেরকে মেরে, রেখে কন্যাদেরকে।
আল্লাহ চাইলেন তাদের অনুগ্রহ করতে
দাসত্ব মোচন করে দুনিয়ার উত্তরাধিকারী বানাতে।
একদা আল্লাহ ইঙ্গিত করেন মুসা জননীর অন্তরে
ভাসিয়ে দিও দরিয়ায় যখন দেখ মুসার জীবনে বিপদ আসে ঘিরে।
ভয় করোনা দুঃখ করোনা ফিরিয়ে দেবো তোমার বুকে
রসুল পয়গম্বর দিগের একজন বানাবো তাকে।

সহসা জননী ভাসিয়ে দেন নীল দরিয়ায় ঝুড়িতে ভরে
অবশেষে তুলে নেয় ফেরাউন পরিবার পেয়ে দরিয়ার তীরে।
স্ত্রী বলেন ফেরাউনে, হত্যা করোনা হতে পারে আমাদের চক্ষু শীতলকারী
পুত্র বানাবো তাকে হতে পারে আমাদের মঙ্গলকারী।
বুঝতে পারেনি ফেরাউন হামান, ছিল তারা ভ্রান্ত
তাদের দুশমন তাদের ঘরে প্রতিপালিত হয়ে, হয়েছিল পরাক্রান্ত।
জননীর অন্তর বিচলিত ছিল দৃঢ় করে দেন দয়াময়
তা না হলে সব ফাঁস হয়ে যেতো শত্রুর আস্তানায়।
কন্যাকে পাঠান পিছু পিছু যাও লক্ষ রাখ পাছে কেউ টের না পায়
ধাত্রীর দুগ্ধ পানে বিরত ছিলেন মুসা তার জন্য তা ছিলো হারাম।
মেয়েটি বলল এমন ধাত্রীর সন্ধান দিতে পারি, যার দুগ্ধ খাবে এ ছেলে দিতে পারবে আরাম
আল্লাহ বলেন, এভাবে আমরা ফিরিয়ে দিলাম মুসাকে মায়ের কোলে।
ওয়াদা করেছিলাম আমার ওয়াদা সত্য জানুক সকলে।
শক্তি তাকতে বড় হন মুসা ফেরাউনের দেয়া আদর যত্নে
আল্লাহ পরিপূর্ণ করেন বুদ্ধিমত্তা ও জ্ঞানে।
একদিন মুসা শহরে যান কোন এক দুপুর নিরালায়
হয়তে লোকেরা গা এলিয়ে দিয়েছিল নিঝুম অবেলায়।
দেখতে পান মুসা নিজ জাতির এক লোক শত্রুজাতির এক লোক সংঘর্ষে লিপ্ত
নিজের জাতির লোক সাহায্য চাওয়াতে মারেন মুসা এক ঘুসি হয়ে মহা ক্ষিপ্ত।
ঘুসিতে মারা যায় কিবতি বলেন মুসা ইহা শয়তানের কাণ্ড
নিজের উপর যুলুম করেছি আল্লাহ, মাফ করে দাও আমার দন্ড।
পরদিন মুসা শহরে যান ভিরু সংকোচে
দেখতে পান মুসা নিজ জাতির সেই লোক আজও সাহায্য চায় জড়ায়ে ফ্যাসাদে।
মুসা বলেন তুমি বিভ্রান্ত,উদ্ধত হন তাকে ধরতে
লোকটি চিৎকার করে বলে গতকালের মত চাও কি আমাকে মারতে।
শহরের আর এক প্রান্ত থেকে ছুটে এসে, বলে এক ব্যাক্তি
তোমাকে হত্যার হুকুম দিয়েছে পরিষদ,শহর ছেড়ে চলে যাও আমি তোমার হিতাকাঙ্ক্ষী।
সংবাদ শুনে বাহির হন মুসা ভীত সন্ত্রস্তে
দোয়া করেন মুসা রক্ষা করুন আল্লাহ, যালেমদের হাত হতে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-০৪-২০১৭ | ৭:৫৬ |

    কবিতায় ইতিহাস উঠে এসেছে। বেশ।
    শুভ সকাল এবং সালাম জানবেন আপা। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
    • ছন্দ হিন্দোল : ০১-০৪-২০১৭ | ৮:২৮ |

      ঠিক,খাটি ইতিহাস
      নাজাত কামনায় মহানের দরবারে

      GD Star Rating
      loading...