প্রভু, তোমাকেই পাওয়ার টানে,
ক্রন্দন ওঠে যেন সদা সবার প্রাণে।
কেউ আত্মখুশিতে না হয়ে আত্মহারা,
তেমারিই তরে হয় যেন পাগলপারা।
তোমাকেই ডাকে যেন সদা অটল মনে,
ডাকে যেন প্রভু, তোমাকেই সর্বক্ষণে।
প্রভু, তোমাকেই পাওয়ার টানে,
ক্রন্দন ওঠে যেন সদা সবার প্রাণে।
কেউ আত্মখুশিতে না হয়ে আত্মহারা,
তেমারই তরে হয় যেন পাগলপারা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দীলখুশ মিঞার পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা।
হাই হ্যালো।
আপনি আপনার বিশ্বাস থেকে পদ্য রচনা করেছেন। আপনার পদ্যখানি পড়িলাম।প্রভুকে পাওয়ার টানে কিভাবে দুচোখ বেয়ে অশ্রু বেরোবে তা আমার বোধগম্য হয় নাই।
আর সর্বক্ষণ প্রভুকে ডাকার ব্যাপারটাও পরিষ্কারভাবে বুঝতে পারলাম না। যদি আনার হাতে সময় থাকে অনুগ্রহ করে বুঝিয়ে বলবেন কি? এছাড়াও আপনি পোষ্টের মাধ্যমে গদ্য আকারে স্পষ্টভাবে বুঝিয়ে লেখতে পারেন।
আপনার কল্যাণ হোক।
loading...
বিশ্বের মালিক যাঁর ক্ষমতার উপরে আর কারো কোনো ক্ষমতা নাই। তাঁকে ডাকার মর্ম কথাই সম্পূর্ণ আলাদা। আর মানুষকে সৃষ্টির মূল লক্ষ্যই হলো মানুষ মহান স্রষ্টার এবাদত করবে। এবাদত তখনিই সফল হবে যখন মানুষ একাগ্রচিত্তে চলতে ফিরতে, উঠতে বসতে, সুখে-দুঃখে স্রষ্টাকে স্মরণ করবে। তখনিই এবাদতকারীর মন বিগলিত হবে। স্রষ্টার অপার দয়ায় এক অপরিসীম আনন্দ উপাসনাকারীকে একনিষ্ট করে তুলবে।
আপনাকে অশেষ, অশেষ ধন্যবাদ। আল্লাহ আপনাকে বরকতময় জীবন দান করুন এই দোয়া করি।
loading...
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু শাফি উদ্দীন।
পোস্টের জন্য ধন্যবাদ। শুভ সকাল।
ঈশ্বর আমাদের সকল ভুল ত্রুটি যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমীন।
loading...
বন্ধু, সালাম নিও। বন্ধু তোমার সেল নম্বরটি দয়া করে পাঠাবা। আমার মোবাইল নষ্ট হয়ে আর একটি কিনতে হয়েছে। ফলে অনেক নম্বরিই নাই। আমি বলবৎভাবেই ব্লগে আছি। দোয়া রেখ। আমার নম্বর ০১৭১৩০৬৪৪৮৬
loading...
ফেসবুকের ইনবক্সে আমার মোবাইল নাম্বার দিলাম বন্ধু।
loading...
সালাম,
এই হোক চাওয়া
loading...
হায় মেয়ে, আসসালামু আলায়কুম। আল্লাহ’তায়ালা তোমাকে বরকতময় জীবন যেন দেন এই দোয়া করি।
loading...