যদি চাও লিখে দিতে পারি একশ’টা নাম
গোলাপ, বেলী, চাঁপা-চামেলী
যদি বলো, মেঘ হতে
হয়ে যাব অরণ্য গভীর
বুনো ফুলের নাম জানতে চেওনা, সে অজানাই থাক।
আগাছা ভেবে উপড়ে ফেলতে পারো ময়ূরের লেজ
খুলে নিতে পারো ডাগর পাঁপড়ি মায়া
সমুদ্রের নাম জানতে হয় না
ঢেউয়ে পুড়ে যাক সকল সুখী শরীর,
রাতগুলো হোক বৃষ্টি-বিধু্রা, অমল মধুরা।
যদি চাও উড়িয়ে নেব সুখে
চাইলে খুঁজে দেব লেজঝোলা পাখির ঠিকানা,
দেখিয়ে দেব অব্যার্থ নিশানায় গাঁথা থির জল
পদ্মগুচ্ছ ঘুমিয়ে থাকুক আপন তরুতলে
পিপাসা মেটানো চারু-জলের কথাটাই শুধু জানতে চেও না।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মাশা আল্লাহ্
লেখার ভাব এবং কথামালা বেশ সুন্দর।
দক্ষ হাতের লেখা।
loading...
আপনাকে অজস্র ধন্যবাদ।
loading...
বরাবরের মতোই সুন্দর। এবং বরাবরের মতোই মুগ্ধতা।
loading...
আপনাকে অজস্র ধন্যবাদ।
loading...
শাকিলা তুবা, আসসালামু আলায়কুম। আশা করি ভালো আছেন? দোয়া করি ভালই যেন আল্লাহ রাখেন। আপনার লিখা বরাবরই ভাষা নৈপুণ্য ও মাধুর্য পূর্ণ। পড়ে মন সফুল্ল্য হয় এবং হলো। আপনার বরকতময় জীবন বাসনা করি।
loading...
এত সুন্দর করে আমাকে দোয়া করলেন যে আমি অভিভুত হয়ে গেলাম। আল্লাহ্তা’লা আপনাকেও বরকত দান করুন।
loading...
উপরের মন্তব্যে প্রফুল্ল্য’র স্থলে সফুল্ল্য ভুল শুধরে পড়তে অনুরোধ র’লো। আমিন।
loading...