এতটা ডুবো না তুমি
এতখানি ডুবে গেলে শ্বাসকষ্ট হয়;
ফেনা ও আঁশের স্রোত মাথার ওপরে
আঁশটে গন্ধ এক রাত্রি ব্যাপ্তময়,
ডুবে গেলে জ্বর হয় পৃথিবী শিকড়ে
মানুষের অকারণ ভীড়ে
দু ডানা ছড়িয়ে শকুন বিলুপ্ত হয়।
এতটা ডুবো না তুমি –
নির্বীজ সিংহের কেশর চারণে
ভ্রষ্ট বুদ্ধির পাল ঘোরে কুয়াশার ঢেউয়ে
এতখানি ডুবে গেলে অন্ধ ব্ল্যাকহোল
নিঃসাড়ে গিলে খায়
ফেলে আসা সৈকতের কুমারী কোল
অরণ্যদিন শেষে জলের তলায়।
এতটা ডুবো না তুমি
ডুবে গেলে অথৈ অতল
তুমি যেই হারাবে নিঃশ্বাস
মেঘেরা আকাশ পেয়ে যাবে
ভবিতব্য যাই হোক
সাইবেরিয়ান বরফ কিম্বা
ধারালো ঈগলের চোখ
আশ্চর্য কিছুই নয় তবে,
পিপে পিপে সোমরস
ঢেলেও সমুদ্রতলের কোনো
ভবিষ্যৎ থাকে না;
এতটা ডুবো না তুমি –
এতখানি ডুবে গেলে
ক্রমশঃ বন্ধ্যা হয় উর্বর ক্ষেত।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এভাবেই লিখে যাও কবি।
অনেক ভালো লাগল দাদা
loading...
অশেষ ধন্যবাদ ও ভালোবাসা প্রিয় মোকসেদুল ইসলাম।
loading...
এতটা ডুবো না তুমি –
নির্বীজ সিংহের কেশর চারণে …
___ অনন্য সাধারণ লিখা প্রিয় কবি সৌামিত্র। গুড লাক।
loading...
প্রিয় ভাইয়া মুরুব্বী অগাধ ভালোবাসা।
loading...