নোট ২

লিলুয়াপুর থানার ওসি(তদন্ত) কিছুতেই মানতে চাইছেন না যে,

ক. রবীন্দ্রনাথ যা লিখেছেন তার ৭০% সেন্টিমেন্টাল আবর্জনা, ২০% অতি ঐশ্বরিক, ১০% প্রকৃত রবীন্দ্রনাথ এবং অতুলনীয়।

খ. বয়স বাড়লেও প্রচন্ড জ্বরে বা রোগে মা মাথায় হাত বুলিয়ে দেন, অতি আপনজনেরা বিছানার পাশে বসে ক্ষণিক সময়ের জন্য হলেও হাত ধরেন বলে প্রতিটি মানুষের বছরে অন্তত একবার রোগে ভোগা উচিত।

গ. শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মাঝে বাবা-মা’র নাম ও স্বামীর নাম ছাড়া আর কোনো মৌলিক পার্থক্য নাই।

ঘ. ইলিশ মাছ ভাজা, পুটি ও ট্যাংরা মাছের চচ্চরি, মটরশুটি আলু টমেটো দিয়ে শোল মাছের ঝোল যে অপছন্দ করে তার আদর্শ খাদ্য বেবি সেরিয়াল ও ইশুবগুলের ভূষির চিনি ছাড়া শরবত।

ঙ. আলহাজ্ব হাসানুল হক ইনুই বামদের শফি হুজুর এবং হাজী রাশেদ খান মেনন হলেন বাবুনগরী।

চ. সহ্যের সীমা আছে, অসহ্যেরও সীমা আছে, অসহ্যের সর্বশেষ সীমা অতিক্রান্ত হবার পরেই সুদিন আসবে।

ছ. এই দেশে সবাই যার যার ক্ষেত্রে মুক্তমনা, তবে যারা মুক্তমনার সার্টিফিকেট নিয়ে ঘুরে আর যারা সার্টিফিকেটধারীদের সাইজ করার জন্য খুঁজে বেড়ায় তারা লুপ্তমনা ও গুপ্তমনা।

জ. কেউ স্মার্ট হয়ে জন্মায়না, লেটেস্ট মডেলের স্মার্ট প্রযুক্তিপণ্য ক্রয় ও ব্যাবহারই মানুষকে স্মার্ট করে তোলে।

ঝ. মানুষ দেবতা হয়ে জন্মায়, বয়স বাড়ার সাথে সাথে শুয়তান হতে থাকে।

ঞ. পশুর মত বাঁচার চাইতে মানুষের মত স্বেচ্ছায় মরে যাওয়া উত্তম।

– এটা একটা সুসাইড নোট। অথচ শেষ পয়েন্টে স্পষ্ট লেখা আছে-
ট. থানার ওসি মানবেন না এটা সুসাইড নোট, ঝামেলা ছাড়া দ্রুত লাশ দাফন করতে চাইলে তাকে টাকার নোট দাও।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-১০-২০১৮ | ২২:৫২ |

    সরজমিন বাস্তবতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

    GD Star Rating
    loading...
  2. মরুভূমির জলদস্যু : ১০-১০-২০১৮ | ২৩:১৯ |

    গ, ঘ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  3. দাউদুল ইসলাম : ১১-১০-২০১৮ | ০:১৫ |

    গ্রেট!

    মানতে বাধ্য হলাম।

    সালাম নিন স্যার

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ১১-১০-২০১৮ | ২১:৫২ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...