খোয়া

এক একটা দিন। রোদ, কি যে নরম! ঠাথ…ঠাথ…ঠাথ ইট ভাংগে মহিলার দল। রোদ পোড়া ত্বক, অবিন্যাস্ত বেশ। কড়া ঘ্রানের জর্দা দিয়ে পান চিবুয় কন্ট্রাক্টর। ফাঁকে ফাঁকে গোল্ডলিফ ফুঁকে।

এমন এক একটা দিনের এক একটা ছেলেবেলা ছিলো। উদোম শরীর। মাঠ পেরুলেই নদী। হাটুজলে সন্তরণ। মাথার উপরে দুপুর। সাদা ভাত, কলাই শাক খেসারীর ডাল। খোসা ছাড়া পেঁয়াজ। সরষা তেলের ঝাঁঝ।

হাটবার এক একটা দিন। শনপাপড়ি এক একটা দিন। লেবেঞ্চুস এক একটা দিন। মাথায় করে টুকরীতে বয়ে নিয়ে যাওয়া সবুজ লাউ বিক্রির এক একটা দিন। এক একটা দিন বায়োস্কোপ ঢাকা শহর ছয় আনা…তাজমহল ছয় আনা… লালবাগ ছয় আনা…

এই শহরে দালান ওঠে। প্রতিদিন। মায়ের সাথে হাত লাগায় শিশু। ইট ভাংগে। শৈশব ভেংগে ভেংগে ইটের খোয়া জমে। নয় বছরের জমিলা বুঝে মায়ের পিঠের ব্যাথাটা বেড়েছে, সে একাই দ্রুত হাত চালায় ঠাথ…ঠাথ…ঠাথ। কড়া ঘ্রানের জর্দ্দা দিয়ে পান চিবুয় কন্ট্রাক্টর।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০৫-২০১৭ | ১৮:৩৭ |

    অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    GD Star Rating
    loading...
  2. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২১-০৫-২০১৭ | ২৩:১০ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...