: জব্বার, গরুর গোশত কেজি কত?
: মাস্টর সাব, ৪০০ টাকা।
: খাসীর কেজি?
: ৬০০টাকা। কোনটা দিমু?
: জব্বার, এত দাম দিয়া গোশত খাওয়ার সামর্থ্য কি আমগো আছে!
: মাস্টর সাব, তয় মানুষের গোস্ত লয়া যান।
: জব্বার, এইটা তুমি কি কও!
: লয়া যান, কঁচি মানুষের গোস্ত মাত্র ৭০টাকা কেজি আর এমনেটা ৫০টাকা। ভুনা কইরা পরোটা দিয়া খাইবেন।
: মানুষের গোশত পাইলা কই?
: মাস্টর সাব, গবমেন্ট কইছে চাইর বছর পরে দ্যাশে আর গরীব মানুষ থাকবো না। গরীবগো কাইট্যা কাইট্যা বেঁচতাছি। গরীবরা থাইক্যা গেলে গবমেন্টের ইজ্জত পাংচার অয়া যাইবো না!
: জব্বার, আমি আর তুমি কি বড়লোক?
: মাস্টর সাব, আমরা গরীব। আমগোও গলা কাইট্যা চামড়া ছাড়ায়া পিস পিস কইরা ঝুলায়া ঝুলায়া কেজি দরে বেঁচবো। মরনের আগে খায়া-দায়া লন।
মোক্তার মাস্টারের মনে হতে থাকে জব্বারের দোকানে তার মাংসই ঝুলছে। তিনি জানেন গরীব মানুষের কোন দাম নাই। তাই সিদ্ধান্ত নিতে পারছেন না ৫০টাকা কেজি দরে নিজের মাংস কেনা ঠিক হবে কি না।
loading...
loading...
ওহ মাই গড! এমন পরিস্থিতিতে কী মন্তব্য করা যায়…
loading...
অ সা ধা র ণ।
loading...
আমার খুব পছন্দের একটা গল্প। পাঁচ তারকা দিলাম।
loading...
মানুষের মাংসের দাম একটু বেশী হয়ে গেল না ?
গরীব মানুষের কি দাম আছে ? তারাতো শুধু ধনীদের দাম দিতে কটা দিন বেচে থাকবে, অন্যথায় নয় ।
ধন্যবাদ গল্পকার হৃদয়ে নাড়া দেয়ার জন্য !
loading...