দক্ষিণা পেতে হলে দক্ষিণে যেতে হবে। শেফালী দক্ষিণে হাটা দেয়। তরুপতি ঘোষদের বাড়ি। ছানা মাখন মিষ্টান্নে ছড়াছড়ি। দশ কদম দূরে মোল্লা বাড়ি। ইব্রাহিম মোল্লার দাপটে খান খান উজানপুর গ্রাম। শেফালী দুই দিন খায় নাই। গঞ্জে ঘন ঘন পুলিশের রেইড পরে। জঙ্গি আর বিপ্লবীদের খুঁজে। সেই থেকে আর কাষ্টমার আসেনা। শরীর আরাম পায়, কিন্তু ক্ষিধায় পেট কামড়ায়।
শেফালী ঘোষদের বাড়িতে ভাত খায়। ইব্রাহিম শেখের বড় বেটি এলমুনিয়ামের পোড়া থালায় মাছের বাসি সালূন আর ভাত দেয়, হাতে গুঁজে দেয় কড়া কড়া দশটাকার নোট। মজু চাকলাদারের বউ জানেনা স্বামীর শরীরের মানচিত্র শেফালীর জানা। সে তাকে একটা পুরান কাপড় দেয় সাথে কাজ করে খা্ওয়ার ফ্রি উপদেশ।
শেফালী গঞ্জের দিকে হাটে। চাতলার মাঠ পেরিয়ে বাসক তলায় বসে জিরোয় আর ভাবে, দান করে অশেষ পূণ্য তারা পেল। সে পেল ক্ষিধায় পেট কামড়ানির নিদান। ক্লাশ টুয়ে অংকে ফেল করা শেফালী বুঝতে পারেনা ঈশ্বর কি ক্লাশ ওয়ানে অংকে পাশ করেছিল!
loading...
loading...
যথারীতি সুন্দর লাগল। মনকে ভাবায়। শব্দের বানান: অ্যালুমোনিয়াম, কাস্টমার, ক্লাস, অঙ্ক,
(মনে কিছু করলেন না তো! আমি আমার প্রিয় বন্ধুদের যতটুকু পারি, ভুলগুলো দেখিয়ে দেয়ার চেষ্টা করি। খুব বাজে অভ্যেস অবশ্য।)
শুভকামনা
loading...
অসাধারণ।
loading...
ভাল একটা অণুগল্প।
loading...