তুমি, একটা মিষ্টি স্বপ্ন
তুমি, ফেরত এসেছ পুরনো দিন নিয়ে
অনেকদিন না দেখা তুমি এসেছ স্বপ্ন মাধুরীতে
কাল রাতে তুমি ভীষন অচেনা হয়েছিলে।
তুমি কেন শুধু ঘুমের ভেতর চলে আসো?
এখানে আসবার আর কোনো সহজ পথ চেনোনা?
অস্ত গিয়েছে যে ভালবাসাবাসি সূর্যটার
অন্ধকার ঘরে আজ তবে কি ছিল প্রয়োজন?
তুমি, ক্রমাগত তালা ভাঙছ
তুমি, ফিরে যাও সেই জীর্ণ দ্রাঘিমায়
এখানে সমুদ্রের রঙ কালো অথবা বর্ণহীন
রিকশা থেকে লাফিয়ে তুমি আত্মহনন করো সেদিনের মতো।
ভুলিনি সেইসব প্রাণোচ্ছ্বোল দিন
নৌকার বৈঠায় ফুলে ওঠা শক্তিশালী বাহুময় পেশী
ভবিষ্যতের জন্যে জমানো সব স্বপ্ন এখন অতীত
আজকের স্বপ্নটা মিষ্টি কিনতু বিষাদ ডানা ঝাপটালো তোমার মুখে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শুরু থেকে বেশ আনন্দ আর রোমান্টিসিজমে চোখ বন্ধ করে পড়ে চলেছিলাম।
শেষ লাইনের তোড়ে চোখে মুখে জলের ঝাপটায় জেগে উঠলাম প্রিয় কবিবন্ধু। জীবন।
loading...
জ্বি শেষ লাইনটা এই রকমই, দুঃখ দুঃখ। ভালো থাকুন ।
loading...
loading...
শুভ সকাল। দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।
হাই হ্যালো।
কবিতা পড়লাম। প্রেমময়। সহজ। ভাল।
আহা আপনার সাথে যদি পরিচয় থাকতো কৌশরে কিম্বা যৌবনের শুরুতে তারপর হারিয়ে যেতাম তাবে আমিও চলে আসতাম স্বপ্নের পথ ধরে একেবারে একান্তে। তা যখন হলোনা আমার কপালে তখন আমার হৃদয়টা দিয়ে যাই, যখন কোন হাসির উপলক্ষ আসবে আপনার জীবনে ঠোটের কোনায় উঠব ভেসে।
আপনার ভালো হোক।
loading...
আপনার মন্তব্য পড়ে হেসে ফেললাম। ভালো হোক আপনারও। বাই দ্য ওয়ে, আপনার লেখার ধরন দেখেই আমি কিনতু চিনে ফেলেছি আপনি কে! ছদ্মনামের সত্যি প্রয়োজন ছিল না।
loading...