কোন এক কবিকে...


১।
কাঁধেতে ঝুলানো ব্যাগ-মুখে ছড়ানো আবেগ
ক্যামেরা ঝুলানো গলায় -হেঁটে চলে বেলা অবেলায়
চেহারায় ক্লান্তির নেই ছাপ-
থেমে নেই,মাথায় তীক্ষ্ণ উত্তাপ।
ক্যামেরা হাতে,ফুটপাতে দু’চোখ-
চেয়ে থাকে অপলক,কতক মলিন মুখ।
ক্লিক ক্লিক অজানতেই জীর্ণ চেহারায়
কবির চোখে মুখে ছাপ পুর্ণ হতাশায়।
পার্কের বেঞ্চে খানিকটা সে বসে
জীবনের মূল্য কোথায়? অংক কষে,
কলমের খোঁচা পড়ে ব্যাগের ডাইরি’টায়
কবিতার পঙ্খতি লিখে মুখে আওড়ায়।
খোঁচা খোঁচা দাঁড়িতে,ভাবুক
মানবতা ঘুমায় ফুটপাতে,পিঠেতে চাবুক।
দুনিয়ার ভাবনা নিয়ে হেঁটে চলে সে
ভ্রুক্ষেপ নেই চলায়,ফুটপাত ঘেঁষে।
কি যেনো কবির চোখ খুঁজে ফিরে
সময় কাটে তার দুখীদের ঘিরে…
কবি কবি ভাব, পিছনে বাঁধা চুল
একি! কবির চেইন খোলা
ব্যাগে ভর্তি নাগলিঙ্গম ফুল।

২।
এমন পাগল পাগল কবি ভাব যার
ইচ্ছে হয়,পিছন পিছন ছুটি তার।
পিছন ফিরলে,দিব একটা ভেংচি কেটে
ইচ্ছে করে,ক্ষেপিয়ে তারে যাই পিছু হেঁটে।
ইচ্ছে জাগে, উদাস ভাবটা ছাড়িয়ে দিয়ে
ঠোঙ্গা ভরা বাদাম ধরি সামনে গিয়ে।
উদ্ভট ইচ্ছা মাথায় আসে -চুপি চুপি পিছু এসে,
চুল ধরে,কাঁচি হাতে ঘ্যাচাং ঘ্যাচ
কেটে দেই চুল ক্যাচাং ক্যাচ।
ইচ্ছা আরো মনে মনে-মাথাচারা ক্ষনে ক্ষনে,
ছিনিয়ে নিয়ে ক্যামেরাটা,ফটো তুলি,দাঁড়া ব্যাটা।
এই ইচ্ছেটাও মনে আসে-হেঁটে তার পাশে পাশে,
কবিতার ডায়রী নিয়ে,নদীর পাড়ে
তার কবিতা,আবৃত্তি করে শুনাই তারে।
আবোল তাবোল ইচ্ছা যত-পুরণ করব মনের মতো।
ছুটতে থাকব তার পিছু পিছু-যে যাই মনে করুক কিছু।
কবি কবি ভাব ছুটিয়ে-বিরক্তি ছাপ মুখে দিব ফুটিয়ে,
কবির ব্যাটা কবি, থাকবি কি আর উদাসীন?
ছন্নছাড়া জীবন নিয়ে পাতবি কি আর ফুটপাতে আসীন?
ইচ্ছাগুলো আমার এমনই-পাগল কবি রাস্তায় দেখব যখনই
ভাব নিয়ে হাঁটবে যে কবি-উদাস ভাবটা তার, ছাড়াবে ছবি।
22 October 2013

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৩-২০১৭ | ১৪:৫৫ |

    আপনার মেধা এবং প্রজ্ঞা অথবা শব্দানুভূতির চেতনা আমাকে মুগ্ধ করে।
    এতো এতো শব্দকথা আপনার মধ্যে খেলা করে ভেবে বিস্মিত হই।
    অভিনন্দন প্রিয় শ্রদ্ধেয়। ভালো এবং আমাদের পাশে থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফকির আবদুল মালেক : ২৩-০৩-২০১৭ | ১৯:১৭ |

    অসাধারণ। অনেক আনন্দ পেলাম।

    GD Star Rating
    loading...