বউয়ের নিকট স্বামীর চিঠি-০১

R
প্রিয় বউ,
তোমাকে বলাই হয়নি, তুমি তোমার বন্ধুকে নিয়ে সমুদ্র সৈকতে মাইন্ড পরিবর্তন করতে গেছো কিন্তু এদিকে ঘটে গেছে আরেকটি দুর্ঘটনা, তুমি এই পত্র পড়ার পর হয়তো বিস্মিত হবে কিংবা তেলে বেগুণে জ্বলে উঠবে, কোথাও কোথায় ফোসকা পরে যেতে পারে আবার নাও হতে পারে, তুমিও সাধুবাদ জানাতে পারো এমনটাই মনে করি।

তুমি চলে যাবার পর খুব একা একা লাগছিলো, মনে হচ্ছিল কি এমন বস্তু হারিয়েছি যার জন্য আলোকে অন্ধকার মনে হচ্ছে, যখন তুমি ঘরে থাকতে তখন বুঝতে পারিনি, কত রাত দুজনার মাঝে ফারাক্কার বাঁধ হিসেবে কোল বালিশ দিয়ে রেখেছি কিংবা তুমি রেখেছো, তুমি বলতে আমার জন্য কি তোমার সময় হবে না, বিয়ের আগেই তো ভালো ছিলে তুমি, একসাথে বসে কত ফুসকা খেয়েছি, কত জায়গায় ঘুরে বেড়িয়েছি, অবশ্য তখন তুমিও পড়ালেখা করতে আর আমিও, তুমি চাকরি পেলে, এক সময় ধুমধাম করে রসায়নের বিক্রিয়ায় নিজেদের পদার্থ বিজ্ঞানের সূত্রে ফেলে ইতিহাস রচনা করতে চেয়েছিলাম। আজ তুমিও ব্যস্ত, তোমার ব্যস্ততা দেখে মনে হয় আমার ভেতর আর কোনো জৈবতা নেই যেটার জন্য জমিন পতিত থাকবে।
প্রিয় বউ সত্যি তুমি বেড়াতে যাওয়ার পর কয়েকদিন তোমার কথাগুলো আমাকে কুরেকুরে খেয়েছে, কিন্তু আজ অনেকটা হালকা মনে হচ্ছে। হয়তো তুমি আমাকে ফেলে মাইন্ড পরিবর্তন করতে গিয়ে ফুরফুরে আছো তোমার বন্ধুকে পেয়ে, শুনলাম তুমি যে হোটেলে উঠেছো সেটা তোমার বন্ধুর হোটেল, যাক তোমার পরিবর্তন হোক সেটাই চাই, আমিও বোরিং ফিল করছিলাম আর সেটা তোমার বান্ধবী মাধবী লতা অনেকটাই হালকা করে দিয়েছে।

প্রিয় বউ, পত্র পড়ে আশা করি আমাকে ভুল বুঝবে না, আমি এমন কোনো অন্যায় বা অপরাধের কাজ করিনি তোমার বান্ধবীর সাথে, তোমার বান্ধবীও আশা করি তোমার নিকট তেমন কোনো অভিযোগ পেশ করবে না কোনোদিন, কেননা তোমার বান্ধবীও খুব খুশী আমাকে হাসতে দেখে, তুমি জানোনা আমার উচ্চ হাসি শুনতে পেয়ে বলছে তুমি নাকি এমন হাসি হাসতে আমাকে দেখোনি তোমার আমার বিয়ের পর একটি দিনও।

প্রিয় বউ, আজ আর তেমন কিছুই লিখবো না, শুধু তোমার অপেক্ষায় থাকলাম, বাকিটা তোমার বান্ধবী মাধবী লতার কাছে জেনে নিও। … ইতি তোমার বর অর্ণব।

[বিঃদ্রঃ স্ত্রীর চিঠির জবাব পড়ার অপেক্ষায় থাকুন]

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৩-২০১৭ | ১১:০৪ |

    প্রিয় বউ এর উদ্যেশ্যে লিখা খোলা চিঠিটি পড়লাম প্রিয় কবি।
    আবেগাপ্লুতও হলাম। বেশ লিখেছেন। এখন চিঠির উত্তর পড়ার অপেক্ষায় … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • রুদ্র আমিন : ২১-০৩-২০১৭ | ৯:৩৯ |

      পড়ার জন্য ভালোবাসা ভাইজান

      GD Star Rating
      loading...
  2. আনু আনোয়ার : ১৯-০৩-২০১৭ | ১৩:২৩ |

    জামাই বউ দুইটারেই তো ধান্ধাবাজ মনে হইতাছে। বউ গেছে বন্ধুর লগে। আবার এই দিকে জামাই জমাই নিতাছে বউ’র বান্ধবীর লগে।

    GD Star Rating
    loading...
    • রুদ্র আমিন : ২১-০৩-২০১৭ | ৯:৪৪ |

      কারণ তো অবশ্যই আছে ভাই, বউ ক্যানো এমন করবে আর স্বামীও ক্যানো এমনটি করবে,

      GD Star Rating
      loading...
  3. মোঃ খালিদ উমর : ১৯-০৩-২০১৭ | ১৯:৫১ |

    কি লজ্জার কথা! অন্যের বৌ এর চিঠি পড়ে ফেললাম!
    মাধবী লতা আর হোটেলের মালিকরা আছে বলেই এই সুন্দর পৃথিবী এখনও হয়ত টিকে আছে। এরা ভাল থাক এই কামনায় উত্তরের অপাক্ষা!

    GD Star Rating
    loading...
    • রুদ্র আমিন : ২১-০৩-২০১৭ | ৯:৪৫ |

      খোলা চিঠি পড়লে কোনো লজ্জা নেই, তবে আফসোস হতে পারে ক্যানো আমি বা আমরা এমন করে চিঠি লিখলাম না।

      GD Star Rating
      loading...
  4. নাজমুন নাহার : ১৯-০৩-২০১৭ | ১৯:৫৪ |

    মজাই পাইলাম । https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

    GD Star Rating
    loading...
    • রুদ্র আমিন : ২১-০৩-২০১৭ | ৯:৪৫ |

      তাহলে শান্তি পেলাম।

      GD Star Rating
      loading...