হৃদমাজারে

হৃদমাজারে

যাতনা যানান দেয় প্রতিক্ষণে
পলে পলে হাওয়ার মাতম যেমন
জলের ঢেউ এর মতো করে বয়ে চলে নিরবে নিঃশব্দে
তেমনি কাঁদিয়ে চলে অর্হনিশি!
দেখবার, জানবার,
তেমন কোন অনুক্ষণে যায় না বুঝা
দ্রোহ কিন্তু অবিরাম চলে;
সচল হৃপিন্ডের চলার পথ ধরে।

চোখের জল বাহ‌্যিক,
সবাই দেখতে পায়
অনুভব করা যায় তার যাতনা নিরিক্ষে
কিন্ত মন যাতনা কেউ দেখে না!
কেই জানে না;
কেই বুঝতেও পারে না
চিতা সম পোড়ায় নিরবে।

কালে কালে যাতনা সয়ে সর্বসহা প্রাণীকূল
মানুষ তার পোড়াভো পরম্পরা দায়ভার বহে
সদা তৎপর যুগে যুগে!
এ যাতনা যেন প্রহন লাগা পার্থিব্য
নিতেই হবে বুকে তারে,
দিতে হবে স্বেচ্ছায় আশ্রয়; হৃদমাজারে।

আজ ১ চৈত্র ১৪২৩

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৬-০৩-২০১৭ | ১৩:০৯ |

    মন যাতনা কেউ দেখে না!
    কেই জানে না;
    কেই বুঝতেও পারে না
    চিতা সম পোড়ায় নিরবে।

    … হৃদয় ছোঁয়া লিখা উপহার। শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    GD Star Rating
    loading...