জমে উঠুক আমাদের শব্দনীড়

আমাদের অনেক আবেগ ও ভালবাসার নাম শব্দনীড়। অনেক কাঠখড় পুড়িয়ে শব্দনীড় আবার সচল হয়েছে। জেগে উঠছেন ব্লগাররা। দেখে আনন্দ হয়। আমাদের শব্দনীড়কে জাগিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। আমাদের পদচারনায় সচল থাকবে শব্দনীড়। পুরনো অনেক ব্লগারর ফিরে এসেছেন। নিয়মিত পোস্ট দিচ্ছেন। টুকটাক মন্তব্যও করছেন। সবার মাথায় ছাতা নিয়ে আগের মতই আছেন আমাদের প্রিয় আজাদ কাশ্মীর জামান ভাই – মুরুব্বী।

বাংলাভাষায় যে ক’টি ব্লগ আছে তাদের সর্বশীর্ষে শব্দনীড়ে অবস্থান না হলেও শীর্ষদের মাঝে অন্যতম। আমার হিসেবে ব্লগার, ভিজিটর ও পাঠকের সংখ্যা বিবেচনায় আমরা প্রথম না হলেও দ্বিতীয় অবস্থানে আছি। বর্তমানে বেশিরভাগ বাংলা ব্লগের অবস্থা নিভু নিভু।

ব্লগ মত প্রকাশের পরীশিলিত মাধ্যম, সহজ মাধ্যম। নিজের মতামত অতি দ্রুত ছড়িয়ে দেয়ায় অনন্য। এই মাধ্যম কাজে লাগানোর কিছু তরিকা আছে। এটা পারস্পরিক মাধ্যম। আমি বলব সবই, কিন্তু কিছুই শুনব না। এই নীতি এখানে অচল। এই জায়গাতেই আমরা পিছিয়ে আছি। আমরা লিখছি খুবই কিন্তু অন্যদের লেখায় যাচ্ছি না। মন্তব্য করছি না। কিন্তু মন্তব্য প্রতি মন্তব্য না আসলে ব্লগ জমে না। ব্লগারদের মাঝে বন্ধুত্ব তৈয়ার হয় না। আমি অনেকের খুব কাছাকাছি আসতে পেরেছি শুধু এই ব্লগের মাধ্যমেই।

দেখা যায় অনেক নতুন ব্লগার আছেন তাঁরাও মন্তব্য করছেন না। হয়ত বা তাঁরা ধরে নিয়েছেন মন্তব্য না করলেই চলে। কিন্তু মন্তব্য না করলে জনপ্রিয় ব্লগার হওয়া যায় না। মন্তব্য কম হওয়ার আরেকটি কারন বোধহয় এটা, শব্দনীড়ে কবিতা আসে বেশি। কবিতায় হয়ত ভাল লাগা মন্দলাগা ছাড়া মত প্রকাশের সুযোগ খুব একটা থাকে না। কিন্তু গদ্যেও দেখি তেমন মন্তব্য নাই।

তাই সকলে মিলে আসুন ব্লগটাকে জাগিয়ে তুলি, আলাপ আলোচনায় জমিয়ে রাখি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২৩ টি মন্তব্য (লেখকের ১১টি) | ১১ জন মন্তব্যকারী

  1. ফকির আবদুল মালেক : ০৭-০৩-২০১৭ | ১৮:০০ |

    সবার মাথায় ছাতা নিয়ে আগের মতই আছেন আমাদের প্রিয় আজাদ কাশ্মীর জামান ভাই – মুরুব্বী।

    আমরা যারা পুরান আছি তারা যদি একটু বেশি সময় দেই তাহলে আশা করছি আবার জমে উঠবে। ইতিমধ্যে অবশ্য বেশ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

    ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ০৮-০৩-২০১৭ | ০:০৮ |

      আমরা যারা পুরনো তাদের দায়িত্ব বেশি – এ বিষয়ে আমি আপনার সাথে পুরোপুরি একমত প্রিয় মালেক ভাই। ব্লগ আগের মতই জমে উঠবে – এ আমার কাছে স্বপ্নের মত।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ০৭-০৩-২০১৭ | ১৯:০০ |

    লিখার একটি জায়গায় আমার নাম ব্যবহৃত হয়েছে তার খুশিতে নয়; বরং কৃতজ্ঞতায় দায়িত্ব কিছুটা বেড়ে যাওয়ায় নিজেকে বেশী অসহায় মনে হয়। অনুপ্রেরণা কারী ছাতা বা বয়স্কদের স্থান থেকে কখনও সরে যেতে না হয় ‍!‍! তবে হ্যাঁ, ব্লগ এবং ব্লগীয় বিষয়গুলোর আলোকপাত হতে দেখলে আমার ভালো লাগে। এতে করে সমমনা ব্লগাররা কি ভাবছেন তার প্রতিফলন মেলে। সম্পৃক্ততা পরস্পরকে কাছে টানে। অজান্তে হলেও দায়িত্ব বাড়ে।

    যে কোন পোস্টের সার্থকতা; পোস্টে পাওয়া ছোট বড় মন্তব্য অথবা সামান্য ইমো। কেউ একজন সেই পোস্ট টি দেখলেন বা নজর রাখলেন পোস্টদাতার প্রাপ্তি সেখানে। আমি সর্বদা যে বিষয়ে নিজেকে সতর্ক রাখি; কোন পোস্ট যাতে আমার দুটো শব্দছাড়া চোখ এড়িয়ে না চলে যায়। মনের সাথে যেন প্রত্যেক পোস্টের আত্মিক সম্পর্ক থাকে। Smile

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ০৮-০৩-২০১৭ | ০:১১ |

      এভাবে সকলের সাথেই যেন আপনার আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। আপনার অনুকরণে আমরাও পারস্পরিক আত্মিক সম্পর্ক তৈরি করে নেব এই প্রত্যাশা আমাদের সকলের কাছে।

      GD Star Rating
      loading...
    • মুরুব্বী : ০৯-০৩-২০১৭ | ১৫:১২ |

      GD Star Rating
      loading...
  3. মোঃ খালিদ উমর : ০৭-০৩-২০১৭ | ১৯:২৭ |

    কার্যক্রম বা অন্যান্য দিক দিয়ে শব্দনীড় প্রথম হতে না পারলেও আন্তরিকতার দিক দিয়ে শব্দনীড় সবার শীর্ষে একথা আমি হলফ করে বলছি। তার অবশ্য একটা বিশেষ কারণ হলো তাদের আজাদ কাশ্মীর জামান নামের আড়ালে “মুরুব্বী” নামে কেউ নেই।
    তবে যারা মন্তব্যের দিক দিয়ে কৃপণ তাদের কোন দোষ নে। আমাদের সমাজে বা পাশের বাড়িতেই এমন অনেকেই আছেন যারা নিতান্ত অসামাজিক, সমাজে বসত করার রীতিনীতি তারা জানেনই না!
    কথাগুলি কারও কাছে খারাপ লাগবে এ কথা নিশ্চিত কিন্তু আমার এতে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই!
    ধন্যবাদ আনু ভাই।

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ০৮-০৩-২০১৭ | ০:১৩ |

      একেবারেই সঠিক কথা বলেছেন প্রিয় খালিদ ভাই। মুরুব্বী আমাদের সম্পদ।
      সমাজে দরাজদিল দরাজদস্ত যেমন থাকে তেমনি কৃপণও থাকে। সবাইকে নিয়েই আমাদের সমাজ, আমাদের ব্লগ।

      GD Star Rating
      loading...
  4. আলমগীর সরকার লিটন : ০৮-০৩-২০১৭ | ১০:৫১ |

    কথাগুলো বেশ সুন্দর লাগল আসলে লেখক গণ বুঝেই না যে আমি মন্তব্য না করলে আমার লেখায় মন্তব্য পরবে না ————–:ধন্যবাদ জানাই https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ০৯-০৩-২০১৭ | ০:১৩ |

      একদম ঠিককথা বলেছেন।
      সবকিছুর একটা কমিউনিটি আছে। ব্লগিং এর মাধ্যমে সেই কমিউনিটি তৈয়ার হয়। পারস্পরিক চেনা জানা হয়, বন্ধুত্ব তৈয়ার হয়। শুধু শব্দনীড়ে ব্লগিং এর মাধ্যমেই আমার অনেকের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে। এই যে আপনি আলমগীর ভাই আপনার সাথে আমার চেনা কিন্তু এই ব্লগের মাধ্যমেই। মন্তব্য প্রতি মন্তব্য দিয়েই আমাদের কিন্তু শুরু।

      অনেক শুভেচ্ছা জানাই আপনাকে।

      GD Star Rating
      loading...
  5. সাইদুর রহমান : ০৮-০৩-২০১৭ | ২১:১২ |

    খুব সুন্দর বক্তব্য এবং আমাদের এই-ই প্রত্যাশা।

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ০৯-০৩-২০১৭ | ০:১৭ |

      জ্বী, আমাদের প্রত্যাশা এটাই।
      সকলের প্রচেষ্টায় একটা আনন্দময় ব্লগিং এর পরিবেশ সৃষ্টি হবে এটাই আমাদের প্রত্যাশা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।

      GD Star Rating
      loading...
  6. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৯-০৩-২০১৭ | ১:৫৪ |

    তাই সকলে মিলে আসুন ব্লগটাকে জাগিয়ে তুলি, আলাপ আলোচনায় জমিয়ে রাখি।

    **https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ০৯-০৩-২০১৭ | ১৭:৪৭ |

      অজস্র ধন্যবাদ স্যার।
      আমাদের শব্দনীড় আমরাই জমিয়ে রাখব।

      GD Star Rating
      loading...
  7. মোকসেদুল ইসলাম : ০৯-০৩-২০১৭ | ৯:৪৯ |

    ব্যস্ততার মাঝে যখনই একটু সময় পাই তখনই ব্লগে ঢুঁ মারি। সব লেখায় যদিও মন্তব্য করা হয়ে ওঠে না। এটা আমার অক্ষমতাই বলবো কেননা ইদানিং এমন ব্যস্ত থাকি যে সব লেখায় যাওয়া হয় না। তবুও চেষ্টা থাকে।
    আসলে মন্তব্য-প্রতিমন্তব্যেই মূলত ব্লগ জমে ওঠে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ০৯-০৩-২০১৭ | ১৭:৫০ |

      সব পোস্টে যেতে না পারলেও যতদূর পারেন আপনি সময় দেন এটা সব সময়ই প্রশংসনীয়। সবাই অল্প বিস্তর মন্তব্য করলেই ব্লগ জমে ঊঠে।

      ভাল থাকবেন প্রিয় কবি।

      GD Star Rating
      loading...
  8. এই মেঘ এই রোদ্দুর : ০৯-০৩-২০১৭ | ১১:১২ |

    সময় পেলে ইনশাআল্লাহ সাথে থাকব

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ১০-০৩-২০১৭ | ১:৫৩ |

      আমরাও সেটাই প্রত্যাশা করি।
      অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন।

      GD Star Rating
      loading...
  9. চারু মান্নান : ০৯-০৩-২০১৭ | ১৬:৫৪ |

    বন্ধু আছে বলেই,,,,,আবার বসবে মেলা,,,,,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif,,,

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ১০-০৩-২০১৭ | ১:৫৩ |

      বন্ধুরাই জমিয়ে তুলবে মেলা।

      GD Star Rating
      loading...
  10. মিতা : ০৯-০৩-২০১৭ | ১৭:৪৮ |

    আপনের মতো আমার অনেক আবেগ আর ভালোবাসা শব্দনীড় …

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ১০-০৩-২০১৭ | ২:০১ |

      আমাদের ভালবাসা এগিয়ে নিয়ে যাবে শব্দনীড়কে, স্যার।

      GD Star Rating
      loading...
  11. সালজার রহমান সাবু : ০৯-০৩-২০১৭ | ২০:২২ |

    ধন্যবাদ ……………..https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ১০-০৩-২০১৭ | ২:০১ |

      স্বাগতঃ
      ভাল থাকুন।

      GD Star Rating
      loading...