একটা পোষ্ট = একটা দায়িত্ব

we-are-all-one-eelssej

আমরা যারা নিয়মিত কিংবা অনিয়মিত লিখি
প্রবীন হই কিংবা আধা প্রবীণ হই –
আমরা আমাদের নিয়ে থাকি সর্বদা ব্যস্ত।
নবীন ব্লগারদের লিখা চোখে পরলেও সযত্নে এড়িয়ে যাই।
আমরা কি ঠিক কাজটি করছি?

আমরা অবশ্যই যেমন সুস্থ্য আলোচনা চাইবো বা আশা করবো,
তেমনি ভুল বা দৃষ্টিনিন্দিত হলেও তা প্রকাশ করবো।
এবং সেটাই উচিত করণীয়।
নইলে লিখক তাঁর লিখার মানের অবস্থান নিয়ে শন্কায় থাকতে বাধ্য।

মন্তব্য।
লিখক মাত্রই সেটার আশা কিংবা অপেক্ষা করেন।

ইদানীং ব্লগে নাম মাত্র কয়েকজন ছাড়া
প্রত্যেকেই আমরা ঝাড়া গদবাঁধা ছোট্ট স্তুতি মন্তব্য সাজিয়ে পালাই।
যেন নিরবে সরব উপস্থিতি জানিয়ে যাই,
আমার একটা লিখা আছে – দয়া করে পড়বেন।
যেন বিকিকিনির ঘরে ক্রেতাকে জানাই নিমন্ত্রন।
(বিনয়ের সংগে বলছি, আমার মতের সাথে অন্যের দ্বিমত থাকলে থাকতেও পারে)
ফিরেও আর সেই ফেলে আসা ব্লগটিতে খুব কম জনেই ফেরেন।
এমনকি নতুন ব্লগার বন্ধুদের ঘরে ঢুকতেও আমাদের দ্বিধা কাজ করে প্রচুর।
অথচ আমাদের অন্তঃপ্রাণ চেষ্টাই বলুন আর উত্তরসুরীই বলুন
তা কিন্তু তাঁরাই।

যে কোন লিখা ছাপার অক্ষরে এলে- লিখকেরও একটা দায় বর্তে যায়,
জবাব দিন” শব্দটার কাছে।
লিখককে তড়িৎ না হলেও ভেবে সুস্থির হয়ে একটা উত্তর সাজাতে হয়।
হোক তা সৌজন্য কিংবা ব্যাখ্যা।
আমি মনে করি ‘একটা পোষ্ট = একটা বিশাল দায়িত্ব’।

আমরা যেন অন্যকে ফাঁকি দিয়ে
আগামীতে নিজের বা নিজেদের শূন্যের মধ্যে ফেলে না দিই –
শ্রদ্ধা দিয়ে সবাইকে উৎসাহ দেয়ার নামই হলো
শুভ ব্লগিং।

mad-men-silouhette-e1274462078328

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।