ভুলে গেলে একুশের আলো

সূর্যতাপস হয়েও বিকীর্ণ তেজে
ম্রিয়মাণ কেটে যায় সারাটা জীবন,
শেকড় ভোলার ভুল একদিন জেনে রেখ
কৈফিয়ত দাবী করবেই হাতুড়ি ঠুকে।

রাজপথে ছিটিয়ে থাকা জমাট রক্ত
ধূলো মাখামাখি কাদা রক্ত
আলোর চোখ ফেটে বেরোনো বিন্দু রক্ত
হাতের তালুর দাগে গেঁথে যাওয়া রক্ত
একদিন আঙুল তুলবেই, বলবেই –

নিজের জবানী ছেড়ে চাটুকারিতায়
অপমানিত হয়েছে অস্বীকৃত পিতৃরক্ত।
পরিচয়হীনতায় ভুগবে যতই –
যতই কথায় জেঁকে বসে বিদেশী দাপ
ততই ছায়া দীর্ঘতর হবে ;

একদিন জেনে যাবে শুধু
আলোর ক্রীতদাস ছায়া নয়,
ছায়ারও আলো থাকে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০২-২০১৭ | ৭:০৭ |

    একদিন জেনে যাবে শুধু
    আলোর ক্রীতদাস ছায়া নয়,
    ছায়ারও আলো থাকে।

    ___ অমোঘ সত্যের আলাপ। মহান একুশের শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র।

    GD Star Rating
    loading...
  2. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৩-০২-২০১৭ | ১:০৬ |

    একদিন জেনে যাবে শুধু
    আলোর ক্রীতদাস ছায়া নয়,
    ছায়ারও আলো থাকে।

    ** কবি দাদা, দার্শনিক মনোভাবের প্রতিফলন…

    GD Star Rating
    loading...