নির্বাকের সবাক উচ্চারণ

আমি মরুর বুকের কঠিন শিলা
খুঁজে পাবেনা এক ফোটা জলকণা
দাবদাহের অনলে তোমায় তপ্ত করি নিরন্তর
আমি রুক্ষ; আমার কঠিন হিয়া জ্বলে হয়েছে অঙ্গার।

আমি বিসুভিয়াসের অগ্নিগিরির প্রজ্জ্বলন
আমি জ্বলি, জ্বালাই; করি আস্ফালন
আমি মজিনি প্রেম তপে; যেমন মজে প্রেমিক বর
আমি নির্লিপ্ত; আসেনি তাই কভু প্রেম জ্বর।

আমি কাঁদতে দেখেছি, কাঁদিনি কভু
সয়েছি অপবাদ অশ্রুহীন বলে; করেছি মাথা নিচু
জানি আমি বাক প্রতিবন্ধী, তার কী আছে দুঃখ সখা
হায়েনার দল কেঁড়ে নিয়েছে ভাষা, জেনে নাও মর্ম ব্যথা।

যখনি আসে ফাগুন ক্ষোভ বাড়ে বহুগুণ
দেখি যদি নব্য হায়েনার আস্ফালন!
সখি আমি এখন আর নয় বাক প্রতিবন্ধী
সালাম রফিক জব্বার শফিক ভাষার সাথে করে দিয়েছে সন্ধি।

এখনো নত করি শির; ভাসি অশ্রুজলে
হায়েনার নির্মমতা ভেসে ওঠে যবে মানস পটে
এসো গাই বাংলার গান; হই বাঙালি মননে মগজে
করিবনা দূষণ মায়ের ভাষায় ভিন দেশি ভাষার সহযোগে।

কি নেই বাংলা মায়ের আঁচলে; ভালোবাসা অফুরান
কোথাও কি পাবে তুমি এমন ভালবাসার বন্ধন!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০২-২০১৭ | ৯:৫১ |

    কবি মনের অনুক্ত উচ্চারণ গুলো অসাধারণ ভাবে ফুটে উঠেছে।
    দেশ প্রেম এর যে আকুলতা প্রকাশ পেয়েছে পরবাসী কেউ তা অস্বীকার করবেন না।

    সালাম এবং শুভেচ্ছা কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন। ভালো থাকবেন এই প্রত্যাশা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. নাজমুন নাহার : ২১-০২-২০১৭ | ২৩:০৩ |

    কি নেই বাংলা মায়ের আঁচলে; ভালোবাসা অফুরান
    কোথাও কি পাবে তুমি এমন ভালবাসার বন্ধন!!

    না পাওয়া যাবে না এতো ভালোবাসা । কিন্তু ভালোবাসার অত্যাচার হয়তো পাওয়া যাবে না অন্য দেশগুলোতে । ভালো লিখেছেন ।

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২২-০২-২০১৭ | ৭:৩৭ |

    শুভেচ্ছা নিন কবি।

    GD Star Rating
    loading...