“এসো এসো বসন্ত, ধরাতলে–
আনো মুহু মুহু নব তান,
আনো নব প্রাণ,
নব গান,
আনো গন্ধমদভরে অলস সমীরণ,
আনো বিশ্বের অন্তরে অন্তরে
নিবিড় চেতনা।
আনো নব উল্লাসহিল্লোল,
আনো আনো আনন্দছন্দের হিন্দোলা
ধরাতলে।”…
অন্তহীন পথ চলায় কত ফুল ঝরে যায়, কত ফুল পায়ের নিচে নিষ্পেষিত হয়। কে তার খবর রাখে? সময় কখন সময়কে পিছনে ফেলে এগিয়ে যায় নতুনের দ্বারে, কে রাখে তারে স্মরণে? দিন যায়, মাস যায়, বছর ঘুরে আসে নতুন বছর। প্রকৃতি পরিবর্তিত হয় ঋতুর পরিবর্তনে। আসে নতুন ঋতু। আর সেই ঋতু যদি হয় বসন্ত, তাহলে তো কথাই নেই। বসন্ত মানেই সুন্দরের জাগরণ আর নতুনের জয়গান, নবীনের আগমন। চিরায়ত সুন্দর ভালোবাসা আর নব-যৌবনের প্রতীক হয়ে বসন্ত আসে আমাদের জীবনে।
শীতের রিক্ততা মুছে প্রকৃতি জুড়ে সাজ সাজ রব আজ। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠেছে নতুন প্রাণের ঢেউ। নীল আকাশে সোনাঝরা আলোর মতোই আন্দোলিত হৃদয়।
“আহা! কী আনন্দ আকাশে বাতাসে”…
গাছ, লতা, পাতা, পশু, পাখি, মানুষের মাঝে ছড়িয়ে যাবে মায়াবী এক আবেশ। শীতের কুয়াশাকে সরিয়ে, গাছে গাছে ফুলের আগুন লাগিয়ে দিয়ে প্রকৃতিকে রাঙিয়ে দিয়ে শিমুল, পলাশ বলে ওঠে, অবশেষে তুমি এলে, হে ঋতুরাজ বসন্ত; তোমায় স্বাগত।
সাগর, নদীর, জল গ্রীষ্মের দাবদাহে বাষ্পে নিশ্বাস নেবার আগে এ বসন্তের ফাল্গুনে পায় শেষ পরিতৃপ্তি। নৈসর্গিক বর্ণচ্ছটায় হয়ে ঝলমলে হয়ে ওঠে। মন হয় উচাটন। পাতার আড়ালে-আবডালে লুকিয়ে থাকা বসন্তের দূত কোকিলের মধুর কুহুকুহু ডাক, আবার ব্যাকুল করে তোলে অনেক বিরহী অন্তর। শুধু মিলনই তো নয়, প্রেমের সঙ্গে আবার জড়িয়ে থাকে নানা রকম শঙ্কা, সন্দেহও। তাই এমনও মধুর দিনে এমন শঙ্কাও কি জাগে না অধীর প্রতীক্ষায় থাকা কোন মনে..
“সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে_
জানিনে…?”
তবে এই সমীরণ বলছে আজ মিলনের দিন। নিখিলব্যাপী গুঞ্জরিত হচ্ছে সেই সুর_
“আজি দখিন দুয়ার খোল-
এসো হে এসো হে
এসো হে আমার বসন্ত।
দেব হৃদয়দোলায় দোলা”…
মিলেমিশে একাকার হওয়ার দিন আজ। বিভেদ-বিদ্বেষ নয়, মান-অভিমানও নয়। প্রকৃতির পরিবর্তনে পৃথিবীতে আসুক আশা জাগানিয়া সুর। শোক-তাপ ভুলে সবাই মেতে উঠুক বসন্ত আবাহনে। ফুলেল বসন্ত, মধুময় বসন্ত, যৌবনের উদ্দামতা বয়ে আনা বসন্ত, আনন্দ-উচ্ছ্বাস-উদ্বেলতায় মন-প্রাণ ভরিয়ে দেওয়া বসন্ত তোমায় অভিবাদন।
loading...
loading...
মিলেমিশে একাকার হওয়ার দিন আজ। বিভেদ-বিদ্বেষ নয়, মান-অভিমানও নয়।
বসন্ত দিনের শুভেচ্ছা এবং সম্মান প্রিয় কবি। ধন্যবাদ।
loading...
বসন্তের নতুন দিনের শুভেচ্ছা
loading...
সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে_
জানিনে…?”
তবে এই সমীরণ বলছে আজ মিলনের দিন। নিখিলব্যাপী গুঞ্জরিত হচ্ছে সেই সুর_
শুভেচ্ছা

শুভেচ্ছা
শুভেচ্ছা নিরন্তর
loading...
বসন্তের ফুলেল শুভেচ্ছা
loading...
বসন্ত এসে গেছে । ফাগুনের শুভেচ্ছা জেনো কবি।
loading...