আগুন জ্বলছে

সবে সন্ধ্যা বাতি সংজ্ঞা ফিরে পেয়েছে
তখন-ই দেখি বাচ্চু ভাই আগুন জ্বালাইছে, সেই
আগুনে পুড়ছে গাছের পাতা পাকা ও আধা পাকা,
পুড়ছে কাগজ, পলিথিন ইত্যাদি, ইত্যাদি!

আমার কাছে মনে হয়েছে পুড়ছে আমার সন্ধ্যা,
পুড়ছে আমার বাড়ন্ত নগর, পুড়ছে জমাট প্রহর;
যে কিনা এখন আমার কিছু পোড়া ভাবনার মতোন;
সারাদিন-ই পিছু পিছু লেগে থাকে!
ধোঁয়া উড়ে, পুড়ে পুড়ে গন্ধ তিতো হয়
যদিও আমার নাক এখন একরকম আটকোরা
তবুও নিস্তার নেই বাচ্চু ভাইয়ের অগ্ন্যুৎসব থেকে!

যদিও যদি, তবে-তে আমার খুব একটা বিশ্বাস নেই
তবুও না বলে পারছি না অবলা মশাদের বদলে
যদি সেই আগুনে ছাই হতো ঘৃণা, বিদ্বেষ, কাম, ক্রোধ,
লোভ, অহম, কাল কেউটের ফণা,
তাহলে আমার বলার কিছুই ছিলো না!

আগুন জ্বলছে — আরও জ্বলুক—- আরও—-
জ্বলে যাক, আগুন জলে পুড়ে পুড়ে খাক হয়ে যাক
সকল অশুদ্ধাচার, বৈরি শীতল বাতাস;
পুড়ে যাক ঈশান, নৈঋৎ, প্রতিটি দুর্বিনীত প্রভাত,
পুড়ে যাক অন্ধকার রাত সকল দুর্বৃত্তের কসাই হাত!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৬-০২-২০১৭ | ২১:০৩ |

    “জ্বলে যাক, আগুন জলে পুড়ে পুড়ে খাক হয়ে যাক
    সকল অশুদ্ধাচার, বৈরি শীতল বাতাস;
    পুড়ে যাক ঈশান, নৈঋত, প্রতিটি দুর্বিনীত প্রভাত,
    পুড়ে যাক অন্ধকার রাত সকল দুর্বৃত্তের কসাই হাত।”

    ___ অসাধারণ প্রিয় কবি। অসাধারণ লিখা।

    GD Star Rating
    loading...
  2. মোঃ খালিদ উমর : ০৬-০২-২০১৭ | ২২:০৫ |

    আগুন জ্বলছে — আরও জ্বলুক—- আরও—-
    জ্বলে যাক, আগুন জলে পুড়ে পুড়ে খাক হয়ে যাক
    সকল অশুদ্ধাচার, বৈরি শীতল বাতাস;
    পুড়ে যাক ঈশান, নৈঋৎ, প্রতিটি দুর্বিনীত প্রভাত,
    পুড়ে যাক অন্ধকার রাত সকল দুর্বৃত্তের কসাই হাত!!
    …বাহ দারুণ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ০৭-০২-২০১৭ | ১১:১৫ |

    আগুন জ্বলছে — আরও জ্বলুক—- আরও—-
    জ্বলে যাক, আগুন জলে পুড়ে পুড়ে খাক হয়ে যাক
    সকল অশুদ্ধাচার, বৈরি শীতল বাতাস;
    পুড়ে যাক ঈশান, নৈঋৎ, প্রতিটি দুর্বিনীত প্রভাত,
    পুড়ে যাক অন্ধকার রাত সকল দুর্বৃত্তের কসাই হাত!!–

    খুবি ভাল লাগল দাদা

    GD Star Rating
    loading...
  4. মোঃ সাহারাজ হোসেন : ০৭-০২-২০১৭ | ১১:৪২ |

    আপনার লেখায় সব সময় অন্যরকম এক স্বাদ পাই।
    খুব ভালো লাগলো।

    GD Star Rating
    loading...
  5. মামুন : ০৮-০২-২০১৭ | ২১:৩০ |

    আগুন জ্বলছে — আরও জ্বলুক—- আরও—-
    জ্বলে যাক, আগুন জলে পুড়ে পুড়ে খাক হয়ে যাক
    সকল অশুদ্ধাচার, বৈরি শীতল বাতাস;
    পুড়ে যাক ঈশান, নৈঋৎ, প্রতিটি দুর্বিনীত প্রভাত,
    পুড়ে যাক অন্ধকার রাত সকল দুর্বৃত্তের কসাই হাত!!
    অসাধারণ!! অনন্য! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...