বুঝতে পারছি এখন সব

বুঝতে পারছি এখন সব
চলতি পথে অজস্র প্রশ্ন উঁকি দেয়া শৈশব,
মধ্য রাতের ঘুম ভাঙ্গা অসহায়ত্ব
বুঝিয়ে দিচ্ছে- কোন যন্ত্রণায় চৌরাস্তার মুখে
লোকটি দিবানিশি দাঁড়িয়ে থাকত!
বুঝতে পারছি – বাবার হাত ধরে তির তির করে হাটা
ঠা ঠা রোদ্দুর পিঠে তুলে, আমার মাথায় কেন বাড়িয়ে দিতো ছাতা!
বুঝতে পারছি – রাস্তার পাশে বস্তা ঘেরা ঝুপড়ি ঘর
এক হালি সন্তান আর স্ত্রী বর, চার হাত শয্যায় কেমন করে থাকে!
এখন নিজেকে বুঝতে হয় রোজ- ছুটতে ছুটতে
বুঝতে পারছি- কন কনে শীতের নৃশংসতা উপেক্ষা করে
নস্যি মাখা মুখে ঐ শিশুর জননী কেন চেয়ে থাকত সূর্যের দিকে!
কেন বাবার শার্ট কুচকে থাকতো, জুতা গুলো ধুলোয় ডুবে থাকতো
বুঝতে পারছি- শত না থাকার মাঝে কেন থাকতো না ভ্রুক্ষেপ!
যদিও প্রশ্ন গুলো করা হয়নি কোনদিন- কাউকে
এখন ঠিকই উত্তর পাচ্ছি, একে একে জানতে পারছি সব বিমূর্ত ভাষা;
দুধ মাখা ভাতের লহমা তুলে দিতে দিতে মায়ের বুক বেঁধেছিল কোন আশা!
বুঝতে পারছি- তাম্র তৃষ্ণ হাতের সেই মৃণ্ময়ী শিল্পের মর্ম
রোজ সকালে ফুটপাতে কাগজ কুড়ানো অজস্র শিশু কিশোরের ধর্ম!
ভাবতাম কেমন করে থাকে ওরা ঝড়ের রাতে-
যখন প্রকম্পিত পৃথিবী দুর্ধর্ষ বজ্র নিনাদে, অথবা কাঠ পাঠা রোদ্রতাপে
আমাদের মাথার উপর ঘুরছে পাখা অবিরাম… সারাক্ষণ!
বুঝতে পারছি এখন সব-
সোমত্ত জীবন পাড়ি দিয়ে হৃদয়ের প্রকোষ্ঠে বৈষ্ণব পদাবলীর নিগূঢ় অনুভব!
বুঝতে পারছি- যৌবন সায়াহ্নে উৎসারিত সুর উপেক্ষা করে
কোন সুদূরে ছুটে যায়
কোন যুদ্ধের দামামায় মত্ত হয় চেতনা…
বস্তুত: বোঝার কি শেষ আছে? শত জানার পরও সহস্র থেকে যায় অজানা…।

দাউদুল ইসলাম।
১/২/১৭

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-০২-২০১৭ | ২০:৪৪ |

    সোমত্ত জীবন পাড়ি দিয়ে হৃদয়ের প্রকোষ্ঠে বৈষ্ণব পদাবলীর নিগূঢ় অনুভব!
    ___ কী অসাধারণ মাধুর্য দিয়েই না পুরো লিখাটি তৈরী করেছেন। গ্রেট স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • দাউদুল ইসলাম : ০২-০২-২০১৭ | ২০:০৬ |

      আমার শ্রদ্ধা গ্রহন করুন
      অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই
      শুভ কামনা রইল –

      GD Star Rating
      loading...
  2. নাজমুন নাহার : ০১-০২-২০১৭ | ২০:৫৭ |

    ভালো হয়েছে । শুভেচ্ছা নিও কবি ।

    GD Star Rating
    loading...
    • দাউদুল ইসলাম : ০২-০২-২০১৭ | ২০:০৫ |

      সুন্দর মন্তব্যে প্রাণিত হলাম কবি।
      বিনীত সালাম…ভালবাসা ও শুভেচ্ছা রইল –

      GD Star Rating
      loading...
  3. মামুন : ০১-০২-২০১৭ | ২২:৪৬ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  4. আনু আনোয়ার : ০২-০২-২০১৭ | ০:৪৪ |

    বহুদিন পরে দাউদ ভাইকে পেয়ে খুব ভাল লাগছে। আশা করি ভাল আছেন।
    শুভেচ্ছা নিবেন।

    GD Star Rating
    loading...
    • দাউদুল ইসলাম : ০২-০২-২০১৭ | ২০:০৭ |

      খুশি হলাম আপনার প্রীত ময় উপস্থিতি
      দৃঢ় হোক ভালোবাসা
      বিনয়াবনত সালাম-

      GD Star Rating
      loading...
  5. সালজার রহমান সাবু : ০২-০২-২০১৭ | ১৯:৫৩ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...