অহংকার

তোমার অনেক ধনসম্পদ অর্থকড়ির পাহার,
তবে কেনো অসহায় গরীব পায়না ভাগ তাহার?

কেনো অন্তরে তোমার এতো ঘৃণা অহংকার?
তুমি কি দেখনা অন্নহীন মানুষগুলোর হা-হা-কার?

তোমার আছে অট্টালিকা আছে প্রাইভেকার,
অসহায় গরীবরা খোলা আকাশের নিচে দিচ্ছে চিৎকার!

ঘর নেই দুয়ার নেই- নেই মাথার উপর ছাদ!
তুমি কি শুনতে পাওনা তাদের সেই আর্তনাদ?

তোমার জীবনযাপন অসাধারণ কেটে যায় প্রভাত,
কেনো ওরা পথেঘাটে কুঁড়ে কুঁড়ে মরে পায়না ভাত।

তোমার ছেলেসন্তান খেলে দামী দামী হরেকরকম খেলা,
কেনো ওদের ছেলেসন্তান নর্দমায় খেলে কাটিয়ে দেয় বেলা।

এই গরীব আছে বলেই তুমি আজ বড়লোক,
তবে কেনো পড়েনা তাদের উপর তোমার চোক?

কেনো তুমি ধনসম্পদের দেখাও এতো অহংকার
তোমার এই ধনসম্পদের ওদেরও যে আছে অধিকার।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মামুনুর রশিদ : ২৯-০১-২০১৭ | ৬:৪৬ |

    এই গরীব আছে বলেই তুমি আজ বড়লোক,
    তবে কেনো পড়েনা তাদের উপর তোমার চোখ?
    সতত শুভেচ্ছা রইলো প্রিয় কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৯-০১-২০১৭ | ৭:২৬ |

    মানুষ মানুষের জন্য। এই আপ্তবাক্য যারা অস্বীকার করেন তারা মানুষ নন।
    শুভ সকাল মি. মোঃ সাহারাজ হোসেন। ভালো থাকবেন।

    GD Star Rating
    loading...
    • মোঃ সাহারাজ হোসেন : ২৯-০১-২০১৭ | ১০:৪১ |

      জ্বী ঠাক বলেছেন
      প্রিয় মুরুব্বী ভাইজান।
      শুভেচ্ছা রইলো।

      GD Star Rating
      loading...
  3. আলমগীর সরকার লিটন : ২৯-০১-২০১৭ | ১২:৩৬ |

    অসাধারণ শুভ কামনা

    GD Star Rating
    loading...
  4. মামুন : ২৯-০১-২০১৭ | ১৩:০২ |

    ঘর নেই দুয়ার নেই- নেই মাথার উপর ছাদ!
    তুমি কি শুনতে পাওনা তাদের সেই আর্তনাদ?- শুনতে পাওয়া উচিত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  5. মোঃ খালিদ উমর : ২৯-০১-২০১৭ | ১৯:২৭ |

    বেশ! শুভকামনা।

    GD Star Rating
    loading...