আমি যে লিখতেই পারি না এই চাপা সত্যে আরও তিনমুঠ
মাটি ছড়ানোর জন্যে আমি লিখি
আমার এলেম নেই কাউকে কিছু আটকে রাখার
সেই ঢেউ বুঝে আমি একা-শিলা ভেসে যাই
প্রত্যেক জীবন্ত প্রাণ আসলে মানুষ এই গিজগিজ চেতনাসংখ্যা
নোটবুকে পেয়ে আমার চূড়ান্ত ভয় করে
উদ্ভিদ চুম্বন পারে — অভিজ্ঞতা-শেষে আমার যৌনতা
বাগানে বাগানে প্রসারিত
আমি আর শৈশবে ফিরবো না এই ডাঁসামিথ্যে
দাঁতে কামড়ে ছুটতে বেরিয়েছি
আমার মৃত্যু হবে কি হবে না সেই সন্দেহ-অভাজন —
মাথার পেছনে দু’হাত — আমাকে একটা চিন্তাশীল পোজে রেখে দেয়
আর শেষে আজকের সাঁঝ যে তিনবছর আগের
সায়ং থেকে টুকে মেরে দেওয়া, সেই তছরূপ হাতেনাতে ধরবো বলে
আমি ভাই তেতলার ব্যালকনি থেকে ঝাঁপিয়ে দিলাম।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
লিখাটিকে নিজের মতো করে এগিয়ে নিয়েছেন।
এই জাতীয় লিখায় পাঠক স্বয়ং লিখকের স্থানে বসে নিজেকে ভাবতে পারেন।
শুভ সকাল প্রিয় চন্দন দা।
loading...
ভালো লাগল অনেক
loading...