সাধারন মেয়ে মালতির মতই অতি সাধারন আমি। এতোটাই সাধারণ যে সময়ের নদী তিরতির করে বয়ে পায়ের পাতার নীচে আকুল হয়ে দাঁড়ায়। তখন আমার ঘরে ফেরার ইচ্ছেরা সব জেগে ওঠে। যে ঘর আছে আমার মনের ছায়ায়, যে ঘর আছে শতেক সময় তীরে।
অত্যন্ত সাধারন মেয়ে আমি। একা একাই এক বুক মাটি কেটে রাখি, আর রাখি এক ফালি ফলন্ত জমি, শীতে ফাগুনের আগেই, যে নিজেকে ভাসিয়ে দিয়েছে মান্দাসে। অসংখ্য অবজ্ঞার পরে, পড়ে থাকে নির্ভার আলো, আলগোছে মন ভুলে, থেমে যাই নির্জন এক দ্বীপে।
আমি অতি সাধারন মেয়ে। লোকালয় থেকে নিজেকে লুকিয়ে রাখি, রাত জাগা তারাদের সাথে চলে নিজেকে চেনার পালা। মাঝে মাঝে কার্ণিশে দাঁড়িয়ে, হাওয়ায় মাপি মুক্তির দৈর্ঘ্য,আলতো করে ছড়িয়ে দিয়ে হাত, কিন্তু ডানাজোড়া যে ছিঁড়েই গেছে কবে।
অত্যন্ত সাধারন আমি। পৃথিবীর বুক থেকে একদিন,জলছবি জমা হতে থাকে। অভিমান হাত রাখে হাতে, নিশ্চুপ মন আরোও চুপচাপ হয়। ছাদ ঘেরা পাঁচিলের আগাছায়, জমে চলে আজন্ম অনুভূতি, রাত কেড়ে রাত নেমে আসে, হিম হিম কুয়াশায় ভিজে যায় যত ইচ্ছে কুসুম।
আমি অতি সাধারন মেয়ে। কিছুতেই আমি অসাধারন হতে পারিনা।
loading...
loading...
এই সাধারণ জীবন অসাধারণ। অসাধারণের চ্যালেঞ্জ মানুষকে জটিল করে তুলে।
শুভদিন এবং ভালো থাকবেন প্রিয় শব্দ বন্ধু রিয়া। সাবলীল কনফেশন।
loading...
অসংখ্য ধন্যবাদ আপনাকে
loading...
আমি অতি সাধারন মেয়ে। কিছুতেই আমি অসাধারন হতে পারিনা।- এমনই ভালো। নির্ঝঞ্ঝাট জীবন।

loading...
শুভেচ্ছা জানবেন
loading...
loading...
ফুলেল শুভেচ্ছা
loading...
চমৎকার ঝকঝকে পরিচ্ছন্ন লিখা
কেবল অসাধারণরাই এমন টা লিখতে পারে।
বিনয়াবনত সালাম-
শুভ কামনা রইল – শুভ সন্ধ্যা
loading...
শুভেচ্ছা অফুরান
loading...
অসাধারণ সব শব্দ চয়ন এবং ত দিয়ে বিনুনি গাঁথা আর সেই অনুপম বিনুনি সাজিয়ে খোপা বাঁধার ঢং,
অভিভুত আমি অবাক বিষ্ময়ে
শুভকামনা অনন্ত!
loading...
অনেক ধন্যবাদ
loading...
loading...
শুভেচ্ছা জানবেন
loading...