ছবিটা নিখুঁত হয়না

আবারো সেই হিমগন্ধের বিভীষিকা, নিঃশ্বাস আগলে রাখা কালো হাত।

মেঘের প্যাস্টেলে আঁকা বহুবর্ণ ছবিগুলো উলটে পালটে দিয়ে
ছুটে যাচ্ছে উন্মাতাল এক মৃত্যুরং ঘোড়া ;
কিংকর্তব্যবিমূঢ় লাগাম-

সময় কখনো ইজেরের কোমরে বাঁধা ইলাস্টিক ফিতে নয় যে
চাইলেই – দীর্ঘ অথবা হ্রস্ব হবে।
তবু
তীব্র জলোচ্ছ্বাসের তোড়ে কখনো বা ভেসে যাচ্ছে সময়ের কাঁটা।

হতাশ্বাসের বিষবাষ্পে ক্রমশ বিবর্ণ হচ্ছে সবুজ পত্রপুষ্পশাখা।

হয়ত নিখুঁত আকাশের ছবি চাইছে এক বিফল চিত্রকর।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
ছবিটা নিখুঁত হয়না, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৬-০১-২০১৭ | ২১:২৩ |

    শব্দের পরিমিত বোধনে সুন্দর নির্মেদ লিখা। শুভেচ্ছা জানবেন আপা। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
  2. মামুন : ১৬-০১-২০১৭ | ২২:০৯ |

    সময় কখনো ইজেরের কোমরে বাঁধা ইলাস্টিক ফিতে নয় যে
    চাইলেই — দীর্ঘ অথবা হ্রস্ব হবে।

    GD Star Rating
    loading...
  3. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১৬-০১-২০১৭ | ২২:৫৬ |

    * কবি, ভালো লাগা রেখে গেলাম…

    GD Star Rating
    loading...
  4. nazmun nahar : ১৬-০১-২০১৭ | ২৩:৫৯ |

    সময় কখনো ইজেরের কোমরে বাঁধা ইলাস্টিক ফিতে নয় যে
    চাইলেই — দীর্ঘ অথবা হ্রস্ব হবে।
    এই লাইনটা আমারো ভালো লেগেছে । ধন্যবাদ কবি ।

    GD Star Rating
    loading...