কেবলই পিছিয়ে যায় নীলিমারা দূর থেকে দূরে
গ্যালাক্সির ঘুরপথে পথ খোঁজে অমোঘ কুয়াশা
অসহ্য বদ্বীপ ডাকে ব্যর্থতাকে শূন্য অন্তঃপুরে
পোকা- মাকড়ের চোখে ছায়া ফেলে নীরক্ত পূর্বাশা
ঈষদুষ্ণ অন্ধকারে বৃষ্টি ঝরে নিরর্থক মন্ত্রে
চন্দনের বনে ব্যর্থ গবেষণা ফেলে দীর্ঘশ্বাস
আমিষের সারবস্তু পাক খায় অতীতের অন্ত্রে
আত্মহননের স্বপ্নে জেগে ওঠে পাথুরে প্রবাস
মন্দ্রসপ্তকের জাদু ডেকে আনে সমুদ্র হাঙর
বিস্ফোরণে ফেটে পড়ে অনন্তের অরূপ চাঙর।
( মন্দ্রসপ্তক = মন্দ্র মানে মুদ্রা। সেটা নাচ বা গানের মুদ্রা হতে পারে। পয়সা বা টাকা নয়। সপ্তক মানে হচ্ছে সাত। সারেগামা- র সা যখন শুরু হয় সেটা উঁচুতে উঠতে থাকে। সা শেষ হয় নীচের দিকে এসে। তারপর পা শুরু। সা র শুরু উপরে হয়ে নীচে এসে শেষ হয় এবং পা শুরু হয়। এর মধ্যবর্তী সময়টুকু হচ্ছে মন্দ্রসপ্তক। এটার অন্য একটি নামও আছে তা হচ্ছে তারাসপ্তক। … রুদ্র-অক্ষর )
loading...
loading...
কোন মন্তব্য নেই